Which Bennet daughter elopes with Wickham?
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Kitty
উত্তরের বিবরণ
Lydia Bennet পরিবারের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেপরোয়া মেয়ে। তার বয়স কম, কিন্তু সে ফ্লার্ট এবং বাহুল্য জীবন ভালোবাসে। Wickham-এর সঙ্গে পালিয়ে গিয়ে সে পুরো পরিবারের সম্মান নষ্ট করে। Austen দেখাতে চান—অভিভাবকের অবহেলা (Mr. Bennet-এর দায়িত্বহীনতা, Mrs. Bennet-এর বোকামি) কীভাবে বিপদ ডেকে আনে। শেষ পর্যন্ত Darcy অর্থ ও প্রভাব খাটিয়ে Wickham-কে বিয়ে করতে বাধ্য করে। এতে Bennet পরিবারের মান রক্ষা হয়। Lydia–Wickham-এর বিয়ে দেখায় irresponsible marriage।

0
Updated: 1 month ago
The Vision of Judgement is a poem written by:
Created: 2 weeks ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
“The Vision of Judgment” হলো Lord Byron রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যেখানে কবি ধর্ম, নৈতিকতা এবং রাজনীতির জটিল সম্পর্ককে বিদ্রূপাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন। এটি মূলত রাজা এবং তার মৃত্যুর পর বিচারপ্রক্রিয়া নিয়ে লেখা হলেও, এর মাধ্যমে Byron সমকালীন সমাজব্যবস্থা ও রাজনৈতিক ভণ্ডামিকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তাঁর স্বভাবজাত ব্যঙ্গরস ও কৌতুকপূর্ণ ভাষা কবিতাটিকে একইসঙ্গে হাস্যরসাত্মক ও চিন্তাপ্রবণ করে তুলেছে।
• The Vision of Judgment:
-
এই কবিতাটি Lord Byron রচিত একটি satirical poem।
-
এটি ছিল Poet Laureate Robert Southey-এর লেখা “A Vision of Judgement” কবিতার প্রত্যুত্তরস্বরূপ রচনা।
-
Byron এখানে irony, hyperbole, এবং sarcasm-এর ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক দ্বিচারিতাকে ব্যঙ্গ করেছেন।
-
কবিতায় তিনি কেবল রাজার পরজীবনের বিচারকেই তুলে ধরেননি, বরং সেই সময়ের রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়কেও প্রকাশ করেছেন।
-
এটি Byron-এর সেই স্বতন্ত্র ব্যঙ্গাত্মক শৈলীর এক উৎকৃষ্ট নিদর্শন, যা পাঠককে একইসঙ্গে হাসায় ও ভাবায়।
• Lord Byron (1788–1824):
-
পূর্ণ নাম George Gordon Byron।
-
তিনি ছিলেন একজন British Romantic poet এবং Satirist।
-
Byron ছিলেন Romantic Movement-এর অন্যতম প্রধান কবি, যিনি তাঁর বিদ্রোহী মনোভাব, তীক্ষ্ণ ব্যঙ্গ, এবং আবেগময় শৈলীর জন্য প্রসিদ্ধ।
• Byron-এর উল্লেখযোগ্য রচনাসমূহ:
Poetry:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
Poem:
-
She Walks in Beauty
-
The Vision of Judgment
সঠিক উত্তর: গ) Lord Byron

0
Updated: 2 weeks ago
No other boy in the class is as good as Reza. (make it comparative)
Created: 1 month ago
A
Reza is better than any other boy in the class.
B
Reza is better than most other boy in the class.
C
Reza is best than any other boy in the class.
D
Some boy in the class is better than Reza.
Rule to Convert “No other … as …” (Positive Degree) into Comparative Degree:
-
Identify the subject in the positive degree sentence (usually after “No other”).
-
Keep the main verb unchanged.
-
Change the positive adjective to its comparative form.
-
Use “than any other” after the comparative adjective.
-
Rearrange so that the original subject comes first in the comparative sentence.
Example:
-
Positive Degree: No other boy in the class is as good as Reza.
-
Comparative Degree: Reza is better than any other boy in the class.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain

0
Updated: 1 month ago
What is Mr. Darcy’s annual income as described in the novel “Pride and Prejudice”?
Created: 1 month ago
A
£4,000
B
£5,000
C
£8,000
D
£10,000
Jane Austen বিস্তারিতভাবে Darcy-এর সামাজিক মর্যাদা তুলে ধরেন। তার বাৎসরিক আয় £10,000, যা Regency England-এর জন্য বিশাল সম্পদ ছিল। এই আর্থিক ক্ষমতাই Darcy-কে সমাজে “eligible bachelor” করে তোলে। Mrs. Bennet ও আশেপাশের সমাজ Darcy-কে মূলত অর্থের কারণে আকর্ষণীয় ভাবে দেখে।
Darcy-এর pride তার উচ্চ সামাজিক মর্যাদা ও সম্পদ থেকেই আসে। তবে Austen দেখান—শেষ পর্যন্ত Darcy শুধু ধনী হওয়ার কারণে নয়, তার নৈতিক উন্নতির কারণেই Elizabeth-এর কাছে গ্রহণযোগ্য হয়।

6
Updated: 1 month ago