Why does Darcy stop Bingley from marrying Jane at first?
A
He dislikes Jane’s beauty
B
He doubts Jane’s affection
C
He wants Jane for himself
D
He is pressured by Lady Catherine
উত্তরের বিবরণ
Darcy মনে করেছিল Jane Bennet আসলে Bingley-কে ভালোবাসে না, বরং সামাজিক কারণে আগ্রহী। এছাড়া Bennet পরিবারের হাস্যকর ও লজ্জাজনক আচরণ (Mrs. Bennet, Lydia, Kitty-এর বেপরোয়া স্বভাব) Darcy-কে বিরক্ত করে। তাই সে Bingley-কে লন্ডনে নিয়ে যায় এবং Jane-এর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। তবে Darcy পরে নিজের ভুল স্বীকার করে এবং Jane–Bingley-এর পুনর্মিলন ঘটায়। এতে বোঝা যায় Darcy নিজের pride অতিক্রম করে ন্যায়পরায়ণ হতে শেখে।

2
Updated: 1 month ago
What is the synonym of the word 'dogmatic'?
Created: 1 month ago
A
Emulate
B
Enamor
C
Hasty
D
Adamant
• Correct Answer: ঘ) Adamant
Explanation:
-
Dogmatic
-
Bangla Meaning: মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন
-
English Meaning: characterized by or given to the expression of opinions very strongly or positively as if they were facts
-
-
Adamant
-
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়
-
English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion; unyielding
-
Other options:
-
ক) Emulate – সমকক্ষ হতে বা ছাড়িয়ে যেতে চেষ্টা করা
-
খ) Enamor – মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া
-
গ) Hasty – ত্বরিত; চটজলদি

0
Updated: 1 month ago
Leviathan, a foundational work in political philosophy, was authored by which thinker?
Created: 2 months ago
A
Thomas Hobbes
B
Niccolo Machiavelli
C
David Hume
D
Immanuel Kant
• লেভিয়াথান (Leviathan) হলো রাজনীতি ও সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ইংরেজ দার্শনিক Thomas Hobbes (থমাস হবস) কর্তৃক রচিত। Hobbes ১৬৫১ সালে এই বইটি প্রকাশ করেন, যেখানে তিনি সামাজিক চুক্তি ও শাসকের কর্তৃত্ব নিয়ে আলোচনা করেন। তিনি যুক্তি দেন যে, মানুষের প্রাকৃতিক অবস্থা "সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ" (war of all against all), যেখানে জীবন হয় "নিরাপত্তাহীন, দুঃখজনক ও সংক্ষিপ্ত"। Hobbes মনে করেন শান্তি বজায় রাখতে মানুষ একসম্মতিতে একটি সর্বশক্তিমান রাষ্ট্র (লেভিয়াথান) গঠন করে। অন্যান্য বিকল্প যেমন Niccolo Machiavelli 'The Prince'–এ শাসকের কূটনীতি ও শক্তি নিয়ে আলোচনা করেন; David Hume যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের ভিত্তি স্থাপন করেন; আর Immanuel Kant নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে শাসন নিয়ে চিন্তা করেন। কিন্তু ‘Leviathan’ গ্রন্থের লেখক একমাত্র Thomas Hobbes.

0
Updated: 2 months ago
In which war is A Farewell to Arms set?
Created: 1 month ago
A
World War I
B
World War II
C
The Spanish Civil War
D
The American Civil War
✦ A Farewell to Arms (উপন্যাস)
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: ১৯২৯
-
ধরণ: Novel, American literature classic
-
প্রেক্ষাপট: World War I (ক)
-
বৈশিষ্ট্য: Autobiographical elements, “arms” দ্বারা অস্ত্র এবং প্রেমিকার হাতের প্রতীক প্রকাশ
-
প্রধান চরিত্রসমূহ:
-
Lieutenant Frederic Henry (Protagonist)
-
Catherine Barkley
-
Helen Ferguson
-
Lieutenant Rinaldi
-
✦ Ernest Hemingway (১৮৯৯–১৯৬১)
-
জন্ম: ইলিনয়, আমেরিকা
-
পরিচয়: Novelist, short-story writer
-
সাহিত্যিক বৈশিষ্ট্য: সংক্ষিপ্ত এবং স্পষ্ট গদ্যশৈলী, ২০ শতকে American এবং British সাহিত্যে প্রভাব
-
পুরস্কার: Nobel Prize in Literature ১৯৫৪ (The Old Man and The Sea)
-
উল্লেখযোগ্য উপন্যাসসমূহ:
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
For Whom the Bell Tolls
-
Green Hills of Africa
-
The Old Man and The Sea (Pulitzer Prize)
-

0
Updated: 1 month ago