Who indirectly encourages Darcy to propose to Elizabeth the second time?
A
Caroline Bingley
B
Colonel Fitzwilliam
C
Lady Catherine de Bourgh
D
Mrs. Gardiner
উত্তরের বিবরণ
Lady Catherine Elizabeth-এর কাছে গিয়ে চায় যে সে যেন Darcy-এর প্রস্তাব কখনো গ্রহণ না করে। সে Elizabeth-কে তার নিম্ন শ্রেণি ও মর্যাদা নিয়ে অপমান করে। কিন্তু Elizabeth সাহসের সঙ্গে বলে যে সে নিজের সুখের সিদ্ধান্ত নিজেই নেবে। Lady Catherine এই কথা Darcy-কে জানায়।
Darcy বুঝতে পারে Elizabeth তার প্রতি এখনও সহানুভূতিশীল। ফলে সাহস পেয়ে সে দ্বিতীয়বার প্রস্তাব দেয়। তাই Lady Catherine-এর উদ্দেশ্য ছিল বাধা দেওয়া, কিন্তু তার কার্যকলাপ বরং প্রস্তাবকে সম্ভব করে তোলে।

3
Updated: 1 month ago
Which idiom means 'keeping a sincere promise'?
Created: 3 weeks ago
A
To the purpose
B
Turn a deaf ear
C
True to your word
D
Turn over a new leaf
Correct Answer: গ) True to your word
Idiomatic Meaning:
-
English: Keeping a sincere promise.
-
Bangla: কথা রাখা।
Incorrect Options:
-
ক) To the purpose = প্রাসঙ্গিক বা যথার্থ।
-
খ) Turn a deaf ear = কারো কথা উপেক্ষা করা বা শোনার অস্বীকৃতি জানানো।
-
ঘ) Turn over a new leaf = আরও ভালো বা দায়িত্বশীলভাবে আচরণ শুরু করা।
Example Sentence:
-
English: True to his word, he paid back the money he borrowed from us.
-
Bangla: সে তার কথা রেখেছে, আমাদের কাছ থেকে ধার করা টাকা সে ফেরত দিয়েছে।

0
Updated: 2 weeks ago
ich of the following meters contains five feet in a line?
Created: 2 months ago
A
Trimeter
B
Tetrameter
C
Pentameter
D
Hexameter

0
Updated: 2 months ago
Who is the author of the book "Rewards and Fairies"?
Created: 4 weeks ago
A
Rudyard Kipling
B
H. G. Wells
C
Charles Dickens
D
William Blake
Rewards and Fairies হলো Rudyard Kipling-এর লেখা একটি জনপ্রিয় ছোটগল্প ও কবিতা সংকলন, যা প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে। এটি মূলত কিশোর-কিশোরীদের জন্য লেখা হলেও প্রাপ্তবয়স্ক পাঠকরাও এটি সমাদৃত। সংকলনে ইতিহাস, কল্পনা এবং নৈতিক শিক্ষার সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
-
Rewards and Fairies দুই অংশে বিভক্ত একটি সংকলন।
-
এটি Puck of Pook’s Hill-এর ধারাবাহিকতা বহন করে।
-
বইটিতে Dan ও Una নামের দুই চরিত্রের মাধ্যমে পাঠক অতীতের ঐতিহাসিক ঘটনাবলি ও ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হন।
-
Puck নামের এক অলৌকিক চরিত্র গল্পগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ইতিহাসের গল্প শোনায়।
-
কিপলিং বইটিতে ব্রিটিশ ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধ ফুটিয়ে তুলেছেন।
-
সংকলনের সবচেয়ে বিখ্যাত কবিতা হলো “If—”, যা আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক শক্তির অনুপ্রেরণামূলক নির্দেশিকা হিসেবে পরিচিত।
Joseph Rudyard Kipling:
-
জন্ম ইন্দিয়াতে।
-
তিনি একজন novelist, poet, journalist এবং গল্পকার।
-
প্রথম ব্রিটিশ লেখক যিনি ১৯০৭ সালে নোবেল পুরস্কার পান।
তাঁর উল্লেখযোগ্য রচনা:
-
The Light That Failed
-
Kim
-
The Jungle Book
-
Just So Stories
-
Puck of Pook’s Hill
-
Rewards and Fairies
-
Plain Tales from the Hills
-
Departmental Ditties
-
The Man Who Was
-
The Mark of the Beast
-
Soldiers Three

0
Updated: 4 weeks ago