Who reveals Wickham’s true character to Elizabeth?
A
Lady Catherine
B
Mr. Bennet
C
Mr. Darcy (through a letter)
D
Colonel Fitzwilliam
উত্তরের বিবরণ
Wickham শুরুতে Elizabeth-কে Darcy সম্পর্কে ভুল তথ্য দেয়। Elizabeth বিশ্বাস করে Darcy নিষ্ঠুর। কিন্তু Darcy তার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি চিঠি লেখে। সেই চিঠিতে Wickham-এর সত্য প্রকাশ করে—Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।
এই চিঠিই Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে বুঝতে পারে Darcy আসলে এতটা খারাপ নয় এবং তার নিজের বিচার-ক্ষমতাও প্রশ্নবিদ্ধ। এভাবেই prejudice ভাঙতে শুরু হয়।

0
Updated: 1 month ago
Choose the appropriate preposition:
In times of trouble, people often cling ___ hope.
Created: 1 month ago
A
with
B
on
C
to
D
at
• Correct Answer: গ) to.
- The correct phrase is “cling to”, which means to hold tightly or emotionally to something, especially in times of fear, sadness, or uncertainty.
- Example: In times of trouble, people often cling to hope.
- Bangla: “Cling to” অর্থ হলো কিছু ধরে রাখা বা আঁকড়ে ধরা, বিশেষ করে আশাবাদ বা কারো প্রতি নির্ভরতা বোঝাতে।
- বাংলা অর্থ: "People cling to hope" মানে মানুষ আশার উপর নির্ভর করে বা আশা আঁকড়ে ধরে রাখে।
• Other options:
ক) with – “cling with” হয় না।
খ) on – “cling on” কখনও হয়, কিন্তু তারপরে “to” দরকার হয়, যেমন: cling on to something.
ঘ) at – এটি অবস্থান বা আক্রমণের জন্য ব্যবহৃত হয়, এখানে প্রাসঙ্গিক নয়।

0
Updated: 1 month ago
He is ill but he can run fast. [Simple]
Created: 3 weeks ago
A
If his being ill, he can run fast.
B
His being ill, he can run fast.
C
Although being ill, he can run fast.
D
In spite of his being ill, he can run fast.
“But” যুক্ত Compound Sentence কে Simple Sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
বাক্য শুরু হবে In spite of দিয়ে।
-
প্রথম Sentence-এর subject-এর possessive form ব্যবহার করতে হবে।
-
প্রথম Sentence-এর am/is/are/was/were এর পরিবর্তে being ব্যবহার করতে হবে; বা has/have/had এর পরিবর্তে having, অথবা মূল verb-এর সাথে -ing যোগ করতে হবে।
-
But এর পরিবর্তে comma (,) ব্যবহার করতে হবে।
-
দ্বিতীয় Sentence-টি 그대로 রেখে বাক্য সম্পূর্ণ করতে হবে।
Structure:
In spite of + subject (possessive) + verb(-ing/being/having) + , + second clause
উদাহরণ:
-
Compound: He is ill but he can run fast.
Simple: In spite of his being ill, he can run fast. -
Compound: I ran fast but I could not get the train.
Simple: In spite of my running fast, I could not get the train.
Source:

0
Updated: 3 weeks ago
Which of the following is a synonym for "outlet"?
Created: 3 weeks ago
A
Inlet
B
Exit
C
Fame
D
Naval
Outlet একটি noun, যার অর্থ কোনো জিনিস বা শক্তি প্রকাশ বা নিঃসরণ করার স্থান বা মাধ্যম, এছাড়া এটি একটি খুচরা দোকানও বোঝাতে পারে। সাধারণত পানি, বাষ্প বা মানুষ বের হওয়ার পথ হিসেবেও ব্যবহার করা হয়।
-
Outlet (noun)
English Meaning: A place or means of expressing or releasing something, such as emotions or energy; a retail store or shop where goods are sold
Bangla Meaning: পানি, বাষ্প ইত্যাদির নির্গমপথ; নির্গমদ্বার -
Correct Answer: Exit
-
Synonyms:
-
Egress (আনুষ্ঠানিক) বহির্গমনের অধিকার; প্রস্থান
-
Escape (মুক্তি পাওয়া; পালিয়ে যাওয়া; বাষ্প ইত্যাদি বেরিয়ে যাওয়া)
-
Exit ((সিনেমা হল, সভাকক্ষ ইত্যাদি থেকে) বের হওয়ার পথ; নিষ্ক্রমণ দ্বার)
-
-
Antonyms:
-
Inlet (স্থলভাগের অভ্যন্তরে প্রবেশ বা প্রবেশপথ)
-
Entrance (প্রবেশদ্বার)
-
Ingress (আনুষ্ঠানিক প্রবেশ; প্রবেশন; প্রবেশাধিকার)
-
-
Other Options:
-
Fame (খ্যাতি; যশ)
-
Naval (নৌবাহিনীসংক্রান্ত; রণতরিসংক্রান্ত)
-
-
Example Sentences:
-
He plugged the charger into the wall outlet to recharge his phone.
-
The new Nike outlet at the mall offers last season's sneakers at discounted prices.
-
-
Source:

0
Updated: 3 weeks ago