Why does Charlotte Lucas agree to marry Mr. Collins?
A
Love and admiration
B
Social ambition
C
Security and stability
D
To please Elizabeth
উত্তরের বিবরণ
Charlotte Lucas উপন্যাসের অন্যতম বাস্তববাদী চরিত্র। বয়স বেড়ে যাওয়ায় (২৭ বছর) ও সীমিত আর্থিক অবস্থার কারণে সে জানে, ভালোবাসার জন্য বিয়ে করলে হয়তো নিরাপত্তা পাবে না। তাই সে Mr. Collins-এর প্রস্তাব গ্রহণ করে।
Collins হাস্যকর হলেও তার আর্থিক নিশ্চয়তা আছে কারণ সে Longbourn-এর উত্তরাধিকারী এবং Lady Catherine-এর আশীর্বাদপ্রাপ্ত। Austen এখানে বিয়েকে শুধু রোমান্টিক দিক থেকে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠা হিসেবেও তুলে ধরেন। Elizabeth তার বিপরীতে, ভালোবাসা ছাড়া বিয়ে প্রত্যাখ্যান করে।

1
Updated: 1 month ago
The idiom "Cold blood" means:
Created: 3 weeks ago
A
Happy and joyful
B
Deliberately cruel
C
Nervous and anxious
D
Emotionally warm and kind
In cold blood একটি idiom, যা বোঝায় কোনো কাজ সম্পূর্ণভাবে আবেগহীনভাবে বা নৃশংসভাবে করা, সাধারণত পরিকল্পিত বা পূর্বনির্ধারিত নির্মমতা বা হিংসার ক্ষেত্রে।
-
Cold-blood (idiom)
English Meaning: Without emotion or pity / deliberately cruel or callous
Bangla Meaning: নৃশংসভাবে; খুব ঠান্ডা মাথায় কিছু করা -
Correct Answer: Deliberately cruel
-
Other Options:
ক) Happy and joyful → বিপরীত অর্থ প্রকাশ করে (উষ্ণতা বোঝায়, নির্মমতা নয়)
গ) Nervous and anxious → সম্পর্কহীন (যেমন: jittery বা on edge)
ঘ) Emotionally warm and kind → সরাসরি বিপরীত (cold blood মানে আবেগহীন) -
Example Sentences:
-
The murderer killed the victim in cold blood.
-
Not many people can commit such heinous crimes in cold blood.
-
-
Source:

0
Updated: 3 weeks ago
Who authored 'Amerika'?
Created: 1 month ago
A
Scott Fitzgerald
B
Leo Tolstoy
C
Franz Kafka
D
Rudyard Kipling
Amerika হলো ফ্রান্জ কাফকা রচিত একটি উপন্যাস। এটি ১৯১২ থেকে ১৯১৪ সালের মধ্যে লেখা হয়েছিল এবং লেখকের মৃত্যুর প্রায় তিন বছর পর প্রকাশিত হয়। উপন্যাসটি অসমাপ্ত অবস্থায় রয়ে যায়। এর পাণ্ডুলিপির মূল নাম ছিল Der Verschollene (The Lost One)।
-
Franz Kafka ছিলেন একজন ঔপন্যাসিক, ছোটগল্পকার এবং এক্সিস্টেনশিয়ালিস্ট সাহিত্যের অন্যতম প্রধান প্রতিনিধি।
-
তাঁর সাহিত্যকর্মে প্রায়ই মানুষ ও সমাজের জটিল সম্পর্ক, নিঃসঙ্গতা, অনিশ্চয়তা ও অসহায়তার মতো বিষয়গুলো প্রতিফলিত হয়েছে।
ফ্রান্জ কাফকার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
The Metamorphosis
-
The Trial
-
The Castle
-
Amerika

0
Updated: 1 month ago
FRAGILE: BREAK::
Created: 1 month ago
A
invisible: see
B
erratic: control
C
flammable: burn
D
noxious: escape
• Correct Answer: flammable : burn
Explanation:
-
Analogy given: FRAGILE : BREAK
-
Fragile মানে ভঙ্গুর, এবং ভঙ্গুর জিনিস সহজেই break (ভেঙে) যায়।
-
-
অনুরূপভাবে:
-
Flammable মানে দাহ্য, এবং দাহ্য জিনিস সহজেই burn (পুড়ে) যায়।
-
Other options analysis:
-
Invisible → See ❌ (প্রত্যক্ষ বিপরীত সম্পর্ক, analogy নয়)
-
Erratic → Control ❌ (খামখেয়ালী বা অনিয়মিত নিয়ন্ত্রণযোগ্য নয়)
-
Noxious → Escape ❌ (ক্ষতিকর জিনিস পালাতে হয়, তবে সরাসরি causal সম্পর্ক analogue নয়)
Conclusion: Fragile : Break :: Flammable : Burn

0
Updated: 1 month ago