A
Fear or dislike of foreigners
B
Fear of darkness
C
Fear of heights
D
Fear of germs
উত্তরের বিবরণ

0
Updated: 2 days ago
Opposite word for LIABILITY:
Created: 4 weeks ago
A
Treasure
B
Debt
C
Assets
D
Property
• LIABILITY
English Meaning: The fact that someone is legally responsible for something: Debt.
Bangla Meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা; ঋণ; মোট দেনা।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Treasure
English Meaning:
Bangla Meaning: কোষাগার; স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
খ) Debt
English Meaning: A sum of money that is owed or due.
Bangla Meaning: ঋণ; দেনা; ধার; কর্জ।
গ) Assets
English Meaning: An item of property owned by a person or company, regarded as having value and available to meet debts, commitments, or legacies; A useful or valuable thing or person;
Bangla Meaning: মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ; ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ
ঘ) Property
English Meaning: A thing or things belonging to someone; possessions collectively.
Bangla Meaning: (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
• সুতরাং,বুঝা যাচ্ছে, Opposite word for LIABILITY: Assets
So, assets are what you own, and liabilities are what you owe. Hence, "Assets" is the opposite of "Liability."
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
'Once in a blue moon' means-
Created: 2 days ago
A
always
B
very rarely
C
nearly
D
hourly
Idiom: Once in a blue moon
English Meaning: very rarely
Bangla Meaning: কদাচিৎ
Example Sentence:
-
He comes round once in a blue moon.
-
সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।
প্রশ্নের অপশন বিশ্লেষণ:
-
ক) Always – সর্বদা, ব্যতিক্রমহীনভাবে
-
খ) Very rarely – খুব কম, কদাচিৎ
-
গ) Nearly – প্রায়, ঘনিষ্ঠভাবে
-
ঘ) Hourly – প্রতি ঘণ্টায়, ঘণ্টায় একবার
সঠিক উত্তর: খ) Very rarely
কারণ: “Once in a blue moon” বলতে বোঝানো হয় এমন কিছু যা খুব কমই ঘটে বা কদাচিৎ ঘটে।
Sources: Live MCQ Lecture

0
Updated: 2 days ago
"Die in harness" means -
Created: 2 weeks ago
A
Die while working
B
Die at home peacefully
C
Die after long illness
D
Die before retirement
Die in Harness
-
Correct Answer: ক) Die while working
-
Meaning (English): to die on duty / die before retirement
-
Meaning (Bangla): কাজ করতে করতে মারা যাওয়া
-
Example Sentence:
-
She doesn't want to retire; she'd rather die in harness.
-
Bangla Meaning: সে অবসর নিতে চায় না; বরং কাজ করতে করতে মৃত্যুকে আলিঙ্গন করাই তার কাছে শ্রেয়।
-
Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago