What was the first working title of Pride and Prejudice?
A
The Bennet Sisters
B
First Impressions
C
Marriage and Morality
D
Pride Before Love
উত্তরের বিবরণ
Jane Austen প্রথমে উপন্যাসটির নাম রেখেছিলেন First Impressions (১৭৯৬ সালে লেখা শুরু হয়)। নামটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ উপন্যাসে প্রায় সব চরিত্রই প্রথম ধারণার উপর ভিত্তি করে অন্যদের বিচার করে।
Elizabeth Darcy-কে অহংকারী ভাবে, আর Darcy Elizabeth-কে “not handsome enough” মনে করে। এই ভুল ধারণাই গল্পের মূল দ্বন্দ্ব সৃষ্টি করে। পরে প্রকাশক নাম পরিবর্তন করে Pride and Prejudice রাখেন। নতুন নামও উপন্যাসের কেন্দ্রীয় দ্বন্দ্বকে প্রতিফলিত করে—Darcy’র Pride আর Elizabeth-এর Prejudice।

1
Updated: 1 month ago
Her account of the events was so _____ that the committee had no choice but to question her credibility.
Created: 1 month ago
A
implausible
B
credible
C
irrefutable
D
veritable
• Complete sentence:
Her account of the events was so implausible that the committee had no choice but to question her credibility.
-
Bangla meaning: ঘটনাবলী সম্পর্কে তার বর্ণনা এতটাই অবিশ্বাস্য ছিল যে, কমিটির কাছে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা ছাড়া আর কোন উপায় ছিল না।
• Given options:
-
ক) implausible — অবিশ্বাস্য; অকল্পনীয়
-
খ) credible — বিশ্বাসযোগ্য
-
গ) irrefutable — মিথ্যা প্রমাণ করা যায় না এমন; অখণ্ডনীয়; অকাট্য
-
ঘ) veritable — সত্যিকার; যথার্থ; প্রকৃত
-
ঙ) cogent — (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — ক) implausible
-
কারণ বাক্যটিতে বলা হয়েছে যে কমিটি তার বক্তব্যের কারণে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। এর অর্থ হল তার বক্তব্য অবিশ্বাস্য ছিল।
-
'Implausible' অর্থ হলো বিশ্বাসযোগ্য নয় বা সত্য হওয়ার সম্ভাবনা কম, যা সরাসরি ব্যাখ্যা করে কেন কমিটি তাকে সন্দেহ করেছিল।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 1 month ago
"Veni, Vidi, Vici (I came, I saw, I conquered)"- This line is from:
Created: 3 weeks ago
A
King Lear
B
Julius Caesar
C
As You Like It
D
Twelfth Night
Julius Caesar
-
এটি William Shakespeare এর লেখা একটি Historical Play এবং Tragedy।
-
লেখা হয়েছে ১৫৯৯–১৬০০ সালের মধ্যে এবং ১৬২৩ সালে First Folio তে প্রকাশিত হয়।
Short Summary:
-
Julius Caesar-এর ক্ষমতার বৃদ্ধি রোমান সেনেটের কিছু সদস্যের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
-
Cassius ও Brutus বিশ্বাস করেন যে Caesar একনায়ক হয়ে উঠছেন, তাই তারা ষড়যন্ত্র করে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন।
-
সেনেটে Caesar-কে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
-
বিখ্যাত উক্তি “Et tu, Brute?”—Caesar তার বন্ধু Brutus-কে হত্যাকারীদের মধ্যে দেখে বিস্মিত হয়ে বলেন।
-
মৃত্যুর পর, Mark Antony জনসাধারণকে উত্তেজিত করে বিদ্রোহ সৃষ্টি করেন।
-
Brutus ও Cassius পালিয়ে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজিত হয়ে আত্মহত্যা করেন।
Main Characters:
-
Julius Caesar
-
Brutus
-
Cassius
-
Mark Antony
-
Octavius
-
Cleopatra
Famous Quotes:
-
“Cowards die many times before their death; The valiant never taste of death but once.”
-
“Veni, Vidi, Vici” (I came, I saw, I conquered)
-
“Et tu, Brute?” (You too, Brutus?)
Source:

0
Updated: 3 weeks ago
Sidney
criticizes bad poets but defends the art of poetry itself.
Created: 5 months ago
A
False
B
None
C
True
D
Both
Coming...

0
Updated: 5 months ago