A
Watchful and alert
B
Careless and inattentive
C
Fearful and timid
D
Confused and doubtful
উত্তরের বিবরণ
Vigilant (adjective)
English Meaning: Always being careful to notice things, especially possible danger.
Bangla Meaning: সতর্ক; হুঁশিয়ার; অতন্দ্র; অতন্দ্রিত; সতর্কদৃষ্টি; যেকোনো বিপদ সম্বন্ধে সদাসতর্ক।
Example Sentences:
Following the bomb scare at the airport, the staff have been warned to be extra vigilant.
Security personnel need to be more vigilant in checking bags and packages.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 days ago
'Boot leg' means to-
Created: 3 months ago
A
distribute
B
export
C
import
D
smuggle
• মূল প্রশ্নপত্রে "Boot leg" শব্দটি থাকলেও সঠিক বানান হবে "Bootleg" (এক শব্দে)।
সঠিক উত্তর: Smuggle
শব্দ বিশ্লেষণ:
🔹 Bootleg (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো মদ্যপ পানীয় বা রেকর্ড অবৈধভাবে তৈরি, বিতরণ বা বিক্রি করা।
-
বাংলা অর্থ: শুল্ক ফাঁকি দিয়ে বা বেআইনিভাবে মদ তৈরি, আমদানি, রপ্তানি বা বিক্রি করা।
🔹 Smuggle (ক্রিয়া, বহুবচন)
-
ইংরেজি অর্থ: কোনো পণ্যকে অবৈধভাবে দেশের ভিতরে বা বাইরে স্থানান্তর করা।
-
বাংলা অর্থ: কাউকে বা কোনো কিছুকে গোপনে এবং বেআইনিভাবে এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া।
বিভ্রান্তিকর অপশনসমূহ:
🔸 Distribute: বিতরণ করা বা ভাগ করে দেওয়া।
🔸 Export: রপ্তানি করা।
🔸 Import: আমদানি করা।
তথ্যসূত্র:
-
Oxford Learner's Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 3 months ago
The word 'officialese' means-
Created: 1 month ago
A
plural number of official
B
language used in offices
C
plural number of office
D
vague expressions
Officialese
English meaning: the type of language, often used in government documents, that is formal and often difficult to understand/ language used in official documents that is thought by many people to be too complicated and difficult to understand.
Bangla meaning: আমলাদের লেখায় ব্যবহৃত (অতিরিক্ত কেতাবি বা দুর্বোধ্য) ভাষা।
Example:
- The pompous impersonality of officialese also, of course, allows the civil servant to hide behind the monolithic structure of his organisation.
Correct answer: The word 'officialese' means - language used in offices.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
'Out and out' means___.
Created: 1 month ago
A
Not at all
B
Brave
C
Thoroughly
D
Whole heatedly
🔹 Out and Out
-
ইংরেজি অর্থ: পুরোপুরি বা সম্পূর্ণভাবে কিছু হওয়া।
-
বাংলা অর্থ: সম্পূর্ণ, পুরোপুরি, একেবারে।
-
উদাহরণ: He is an out and out gentleman. — সে একেবারে একজন ভদ্রলোক।
🔹 Thoroughly (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: খুব ভালোভাবে বা খুঁটিয়ে।
-
বাংলা অর্থ: সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে।
-
উদাহরণ: She cleaned the room thoroughly. — সে ঘরটা ভালোভাবে পরিষ্কার করল।
🔹 Not at all
-
শিষ্টাচারমূলক ভদ্র জবাব হিসেবে ব্যবহৃত হয়, যেমন কেউ ধন্যবাদ দিলে উত্তর দেওয়া হয়:
“Thank you very much.” — “Not at all.” (মানে: কিছু না, কোনো অসুবিধা না)। -
বাংলা অর্থ: আদৌ না, মোটেও না।
🔹 Brave (বিশেষণ)
-
ইংরেজি অর্থ: সাহসী, ভয়হীন।
-
বাংলা অর্থ: সাহসী, নির্ভীক।
-
উদাহরণ: It was a brave decision. — এটা ছিল সাহসী একটা সিদ্ধান্ত।
🔹 Generally (ক্রিয়া বিশেষণ)
-
ইংরেজি অর্থ: বেশিরভাগ সময় বা সাধারণ নিয়মে।
-
বাংলা অর্থ: সাধারণত, সচরাচর, সাধারণভাবে।
-
উদাহরণ: People generally prefer tea in the morning. — সাধারণত মানুষ সকালে চা পছন্দ করে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল অভিধান

0
Updated: 1 month ago