A
Rare and uncommon
B
Present everywhere
C
Hidden and secret
D
Limited in scope
উত্তরের বিবরণ
Ubiquitous (adjective)
English Meaning: Something that is present, found, or existing everywhere or in many places at the same time.
Bangla Meaning: সর্বব্যাপী; সর্বত্র বিদ্যমান।
Example Sentences:
Mobile phones have become so ubiquitous that almost everyone owns one.
In modern cities, surveillance cameras are ubiquitous, monitoring public spaces constantly.
Source:
Cambridge Dictionary
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
Opposite word for LIABILITY:
Created: 1 month ago
A
Treasure
B
Debt
C
Assets
D
Property
• LIABILITY
English Meaning: The fact that someone is legally responsible for something: Debt.
Bangla Meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা; ঋণ; মোট দেনা।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Treasure
English Meaning:
Bangla Meaning: কোষাগার; স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
খ) Debt
English Meaning: A sum of money that is owed or due.
Bangla Meaning: ঋণ; দেনা; ধার; কর্জ।
গ) Assets
English Meaning: An item of property owned by a person or company, regarded as having value and available to meet debts, commitments, or legacies; A useful or valuable thing or person;
Bangla Meaning: মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ; ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ
ঘ) Property
English Meaning: A thing or things belonging to someone; possessions collectively.
Bangla Meaning: (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
• সুতরাং,বুঝা যাচ্ছে, Opposite word for LIABILITY: Assets
So, assets are what you own, and liabilities are what you owe. Hence, "Assets" is the opposite of "Liability."
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 4 weeks ago
Let us beging by looking at the minutes of the meeting. Here the underlined word means-
Created: 1 week ago
A
time record
B
time frame
C
written record
D
written analysis
Minutes (মিনিটস)
English Meaning: A written record of what was said during a meeting.
Bangla Meaning: কোনও বৈঠকে বলা কথার বা দেওয়া নির্দেশ, মন্তব্য ও মতামতের লিখিত রেকর্ড; দাপ্তরিক লেখ্যপ্রমাণ।
Example Sentences:
-
Harry will take the minutes.
-
Let us begin by looking at the minutes of the meeting.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionary
“Minutes” বলতে বোঝায় সেই লিখিত নথি যা বৈঠকে আলোচিত বিষয়, মন্তব্য বা সিদ্ধান্তগুলো সংরক্ষণ করে। এটি মূলত অফিসিয়াল বা প্রশাসনিক ব্যবহারের জন্য তৈরি হয়।

0
Updated: 1 week ago
The word ‘imbibe’ means :
Created: 3 months ago
A
to learn
B
To tinge
C
To drink
D
To acquire
Imbibe (verb)
English Meaning: To drink, especially alcoholic beverages; also to absorb or take in ideas, knowledge, or information.
Bangla Meaning: পান করা, হজম করা; শুষে নেওয়া; জ্ঞানে আত্মস্থ করা।
উদাহরণ:
-
তুমি কি আবার পান করেছো?
-
লোকটি যা বলছে তা মন দিয়ে শুনো এবং নিজের মধ্যে গ্রহণ করো।
অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দের অর্থ:
ক) To learn – শেখা বা জানা।
খ) To tinge – (রঙ দিয়ে) হালকা রঞ্জিত করা; সামান্য মিশ্রণ বা আভাস সৃষ্টি করা।
ঘ) To acquire – অর্জন করা; বিশেষ করে জ্ঞান বা দক্ষতা অর্জন।
তথ্যসূত্র:
-
ক্যামব্রিজ ডিকশনারি
-
কলিন্স ডিকশনারি
-
অ্যাকসেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 3 months ago