A
Weak and fragile
B
Firm and persistent
C
Temporary and short-lived
D
Careless and negligent
উত্তরের বিবরণ
Tenacious (adjective)
English Meaning: Holding tightly onto something, or keeping an opinion in a determined way.
Bangla Meaning: শক্ত করে আঁকড়ে রাখে এমন; নাছোড়বান্দা; ধৈর্যশীল।
Example Sentences:
The baby took my finger in its tenacious little fist.
There has been tenacious local opposition to the new airport.
Source: Cambridge Dictionary.

0
Updated: 2 days ago
What is the meaning of the word 'scuttle'?
Created: 3 months ago
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 months ago
What is the meaning of the expression 'bottom line'?
Created: 3 months ago
A
The final step
B
The end of a road
C
The last line of a book
D
The essential point
Bottom line
English Meaning: The key or most important point in a given context or situation.
Bangla Meaning: মূল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
Example Sentence: The bottom line is that we need another ten thousand dollars to complete the project.
Bangla Translation: আসল কথা হলো, এই প্রকল্পটি শেষ করতে আমাদের আরও দশ হাজার ডলার প্রয়োজন।
So, the meaning of the phrase 'Bottom line' is: The core or essential point.
Source: Live MCQ Lecture

0
Updated: 3 months ago
The word ‘imbibe’ means :
Created: 3 months ago
A
to learn
B
To tinge
C
To drink
D
To acquire
Imbibe (verb)
English Meaning: To drink, especially alcoholic beverages; also to absorb or take in ideas, knowledge, or information.
Bangla Meaning: পান করা, হজম করা; শুষে নেওয়া; জ্ঞানে আত্মস্থ করা।
উদাহরণ:
-
তুমি কি আবার পান করেছো?
-
লোকটি যা বলছে তা মন দিয়ে শুনো এবং নিজের মধ্যে গ্রহণ করো।
অপশন হিসেবে উল্লেখিত অন্যান্য শব্দের অর্থ:
ক) To learn – শেখা বা জানা।
খ) To tinge – (রঙ দিয়ে) হালকা রঞ্জিত করা; সামান্য মিশ্রণ বা আভাস সৃষ্টি করা।
ঘ) To acquire – অর্জন করা; বিশেষ করে জ্ঞান বা দক্ষতা অর্জন।
তথ্যসূত্র:
-
ক্যামব্রিজ ডিকশনারি
-
কলিন্স ডিকশনারি
-
অ্যাকসেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)

0
Updated: 3 months ago