A
They got their house to paint before the festival.
B
They got their house painted before the festival
C
They got their house paint before the festival.
D
They got their house painting before the festival.
উত্তরের বিবরণ
Correct sentence: They got their house painted before the festival.
বাকি বিকল্পগুলো ভুল কারণ:
“to paint” → ভুল, কারণ এটি বোঝাবে তারা নিজেরাই রঙ করবে।
“paint” → base verb ব্যবহার, সঠিক structure নয়।
“painting” → present participle, structure ভুল।
Causative Verb:
সার্থক ব্যবহার: যখন subject নিজে কাজ না করে অন্যকে করায়, তখন causative verb ব্যবহৃত হয়।
বহুল ব্যবহৃত causative verbs: Help, Get, Have, Let, Make।
1️.Get এর structure:
1. Subject + get (any tense) + object + verb-এর past participle
Example: John got his car washed.
2. Subject + get (any tense) + person + infinitive (to + V1)
Example: John got Alex to clean the bedroom.
2️.Have এর structure:
1. Subject + have (any tense) + person + base verb
Example:
John had Alex clean the bedroom.
He always has me do his work.
Mary will have Alex prepare her homework.
2. Subject + have (any tense) + thing + past participle
Example:
John had his car washed.
He always has his work done.
Mira will have her homework prepared.
3️.Make এর structure:
Subject + make (any tense) + person + base verb
Example:
Robert made me beat that little child.
He always makes me do his work.
Mary will make me prepare her homework.
I made him wash my car.
He makes me laugh whenever I am down.

0
Updated: 2 days ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 4 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 4 months ago
Which of the following sentences is correct?
Created: 3 months ago
A
I forbade him from going
B
I forbade him to go
C
I forbade him going
D
I forbade him not to go
অপশনে দ্বৈত উত্তর রয়েছে।
সঠিক উত্তর: ক) I forbade him from going. ও খ) I forbade him to go.
• Forbid (verb):
Meaning - নিষেধ/মানা/বারণ করা; নিষিদ্ধ করা।
• 'Forbid' negative অর্থ প্রদান করে।
- তাই এরপর 'not' ব্যবহৃত হয় না।
- এজন্য ঘ) I forbade him not to go.- বাক্যটি সঠিক নয়।
• Forbid somebody (from doing something):
Structure - Forbid + from + verb+ing.
Example - I forbade him from going.
• Forbid somebody to do something:
Structure: Forbid + to-infinitive.
Example - I forbade him to go.
Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionaries.

0
Updated: 3 months ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 1 month ago