The synonym of “Yield” is –
A
Enervate
B
Produce
C
Destroy
D
Desire
উত্তরের বিবরণ
Yield – Produce
Yield (verb):
English Meaning: To supply or produce something positive such as a profit, an amount of food, or information.
Bangla Meaning: প্রাকৃতিক রীতিতে উৎপাদন করা বা উৎপন্ন হওয়া।
Options:
ক) Enervate: শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা; স্নায়ুহীন করা।
খ) Produce: উৎপাদন/উৎপন্ন করা; সৃষ্টি করা; জন্ম দেওয়া।
গ) Destroy: ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা।
ঘ) Desire: কামনা/আকাঙ্ক্ষা করা।
Correct Answer: খ) Produce
Source: Accessible Dictionary & Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
The synonym of 'Franchise' -
Created: 4 months ago
A
Privilege
B
Utility
C
French
D
Frankness
Franchise (noun)
English Meaning: The legal right to vote in public elections, particularly for choosing members of a legislative body such as a parliament.
Bangla Meaning: কোনো রাষ্ট্র বা শহরের নাগরিকদের প্রদত্ত একটি মৌলিক অধিকার, বিশেষ করে ভোট প্রদান বা নির্বাচনে অংশগ্রহণের অধিকার; যা ‘জনাধিকার’ বা ‘ভোটাধিকার’ হিসেবেও পরিচিত।
Privilege (noun)
English Meaning: A special right or advantage granted to a particular person or group, not enjoyed by everyone.
Bangla Meaning: এমন একধরনের বিশেষ সুবিধা বা অধিকার, যা শুধু নির্দিষ্ট ব্যক্তি, শ্রেণি বা পদমর্যাদার মানুষদের জন্য সংরক্ষিত; একে 'বিশেষাধিকার' বলা হয়।
🔁 সম্পর্ক ও সমার্থকতা:
"Franchise" এবং "Privilege" উভয় শব্দই বিশেষ ধরনের অধিকার বা সুযোগকে বোঝায়, যদিও প্রয়োগের ক্ষেত্র ভিন্ন। "Franchise" মূলত রাজনৈতিক অধিকার হিসেবে ব্যবহৃত হলেও, এটি একপ্রকার "Privilege"—কারণ এটি সবাই পায় না, নির্দিষ্ট যোগ্যতা পূরণকারীরাই পায়।
এই নিরিখে, ‘Privilege’ হলো ‘Franchise’-এর উপযুক্ত সমার্থক শব্দ।
❌ অন্যান্য অপশন বিশ্লেষণ:
(খ) Utility
Meaning: উপযোগিতা বা ব্যবহারিক মূল্য।
Reason for elimination: এটি কোনও ধরনের অধিকার বা সুবিধা বোঝায় না, বরং কোনো বস্তুর ব্যবহারিক প্রাসঙ্গিকতা বোঝায়।
(গ) French
Meaning: ফ্রান্স ও তার সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত।
Reason for elimination: এটি কোনোভাবেই "Franchise" শব্দের অর্থ বা প্রকৃতির সঙ্গে সম্পর্কযুক্ত নয়; এটি একটি জাতিগত বা ভৌগোলিক পরিচয়বাচক শব্দ।
(ঘ) Frankness
Meaning: খোলামেলা বা সত্যবাদী মনোভাব।
Reason for elimination: এটি একটি গুণাবলির সূচক, যা সততা বা স্পষ্টবাদিতাকে বোঝায়—কোনোভাবেই নাগরিক অধিকার বা বিশেষ সুবিধার সঙ্গে সম্পর্কযুক্ত নয়।
📚 তথ্যসূত্র:
-
ব্যাবহারিক ইংরেজি-বাংলা অভিধান, বাংলা একাডেমি
-
ক্যামব্রিজ ইংলিশ ডিকশনারি

0
Updated: 4 months ago
The synonym of "Magnanimous"?
Created: 3 weeks ago
A
Immodest
B
Benevolent
C
Moderation
D
Malevolent
The correct answer is - খ) Benevolent
Explanation:
-
Magnanimous (adjective) অর্থ: মহানুভব, দয়ালু এবং উদার, বিশেষত শত্রু বা পরাজিত ব্যক্তির প্রতি।
-
সমার্থক শব্দ (Synonyms): Benevolent (দয়ালু; সদাশয়), Altruistic (পরার্থসম্মত), Philanthropic (লোকহিতকর; জনসেবামূলক)।
-
বিপরীত শব্দ (Antonyms): Vindictive (ক্ষমাহীন; প্রতিহিংসাপরায়ণ), Malevolent (পরের অমঙ্গল কামনাকারী), Selfish (স্বার্থপর)।
Example Sentence:
-
He was magnanimous in victory and praised his opponent.
-
Only a magnanimous heart can forgive a deep betrayal.
Other options:
-
Immodest → দুর্বিনীত; অশোভন
-
Moderation → মধ্যমপন্থা

0
Updated: 3 weeks ago
The synonym of Quibble is -
Created: 1 month ago
A
Vigorous
B
Ardent
C
Protest
D
Overt
The correct answer is - গ) Protest
Protest (Noun):
-
Bangla Meaning: প্রতিবাদ; আপত্তি
Quibble (Noun):
-
English Meaning: A complaint or criticism about something that is not very important
-
Bangla Meaning: [Countable noun] যুক্তির প্রধান দিক এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহৃত কথার মারপ্যাঁচ; দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহারের মাধ্যমে আসল কথা এড়ানো
Synonyms (সমার্থক শব্দ):
-
Protest (প্রতিবাদ; আপত্তি)
-
Dodge (হঠাৎ পাশ কাটানো)
-
Avoidance (পরিহার)
-
Niggle (তুচ্ছ বিষয়ে বিতর্কে লিপ্ত হওয়া)
-
Circumvent (পাশ কাটিয়ে যাওয়া; বোকা বানানো)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Approval (অনুমোদন; সমর্থন)
-
Commend (প্রশংসা করা)
-
Support (আলম্ব; সমর্থন)
-
Directness (প্রত্যক্ষতা)
-
Honesty (সততা)
Other Forms:
-
Quibbler (noun): কথার মারপ্যাঁচকারী
-
Quibbling (adjective): কথার মারপ্যাঁচপূর্ণ
Example Sentences:
-
There's no point quibbling over a couple of dollars.
-
Let's not quibble over pennies.
Other Options (ভুল কারণ):
-
Vigorous (adj): বলিষ্ঠ; তেজস্বী; বলবান
-
Ardent (adj): অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী
-
Overt (adj): প্রকাশ্য; প্রত্যক্ষ
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 1 month ago