A
Allowing liquids or gases to go through
B
Full of twists and turns
C
To represent something falsely
D
A problem that is difficult to deal with
উত্তরের বিবরণ
Tortuous (adjective)
English Meaning: Full of twists and turns; not straight or direct.
Bangla Meaning:
আঁকাবাঁকা: যেমন – a tortuous path
(লাক্ষণিক) জটিল, প্যাঁচানো: যেমন – a tortuous man
Example Sentences:
His so-called shortcut turned out to be tortuous and slow.
After one hour of search, we found a tortuous road up the mountain.

0
Updated: 2 days ago
When a person says he's 'all in', it means-
Created: 2 months ago
A
he is very tired
B
He has arrived
C
He has finished packing
D
He has got everything
When a person says he's 'all in', it means he is very tired
• All in (Phrase):
English Meaning:- Exhausted, Very tired.
Bangla Meaning: - অত্যন্ত পরিশ্রান্ত, ক্লান্ত।
• Example sentence: He was all in by half-time of the game.
- Bangla Meaning: খেলার অর্ধেক সময়েই তিনি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলেন।
• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) He has arrived-সে পৌঁছেছে।
গ) He has finished his packing সে তার গোছানো শেষ করেছেন।
ঘ) He has got everything- সে সব কিছু পেয়েছে।
Source: Applied English Grammar and Composition by P. C. Das

0
Updated: 2 months ago
The expression 'take into account' means-
Created: 2 weeks ago
A
count numbers
B
consider
C
think seriously
D
asses
Take something into account
English Meaning: consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
Source: Live MCQ Lecture

0
Updated: 2 weeks ago
What is the meaning of the word 'scuttle'?
Created: 3 months ago
A
to tease
B
abandon
C
Pile up
D
gossip
Scuttle (off/away)
English meaning: To move quickly.
Bangla meaning: দ্রুত প্রস্থান; অপক্রমণ; কাপুরুষোচিতভাবে বিপদ থেকে পলায়ন; তড়িঘড়ি করে পালানো।
অন্যদিকে, নিচের শব্দগুলোর অর্থ বিবেচনা করলে দেখা যায়—
ক) To tease: ঠাট্টা করা; বিরক্ত করা; প্রশ্ন করে বিব্রত করা।
খ) Abandon: আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে ত্যাগ করা।
গ) Pile up: জড়ো করা।
ঘ) Gossip: খোশগল্প করা; চুটকি রচনা করা।
উপরের অর্থগুলো পর্যালোচনা করলে বোঝা যায় যে, ‘Scuttle’ শব্দটির অর্থের সঙ্গে ‘Abandon’ শব্দটির অর্থের সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 3 months ago