A
To make pain or problems less severe
B
Waver or be indecisive
C
Speed and interest
D
Of or caused by disease
উত্তরের বিবরণ
Vacillate (intransitive verb)
English Meaning: To be unable to decide something and especially to continue to change opinions; waver or be indecisive.
Bangla Meaning: (between) দ্বিধা করা; দ্বিধান্বিত হওয়া; দোদুলচিত্ত/দোলায়মান/দোলায়িত/দোদুল হওয়া; আন্দোলিত/দোদুল্যমান হওয়া; (মতামত ইত্যাদিতে) অনিশ্চিত হওয়া।
উদাহরণ: vacillate between hope and fear
Example Sentences:
My listening tastes vacillate between music and talk radio.
He vacillates between accepting the new position and retirement.

0
Updated: 2 days ago
'Once in a blue moon' means-
Created: 2 days ago
A
always
B
very rarely
C
nearly
D
hourly
Idiom: Once in a blue moon
English Meaning: very rarely
Bangla Meaning: কদাচিৎ
Example Sentence:
-
He comes round once in a blue moon.
-
সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।
প্রশ্নের অপশন বিশ্লেষণ:
-
ক) Always – সর্বদা, ব্যতিক্রমহীনভাবে
-
খ) Very rarely – খুব কম, কদাচিৎ
-
গ) Nearly – প্রায়, ঘনিষ্ঠভাবে
-
ঘ) Hourly – প্রতি ঘণ্টায়, ঘণ্টায় একবার
সঠিক উত্তর: খ) Very rarely
কারণ: “Once in a blue moon” বলতে বোঝানো হয় এমন কিছু যা খুব কমই ঘটে বা কদাচিৎ ঘটে।
Sources: Live MCQ Lecture

0
Updated: 2 days ago
The word “Wander” means –
Created: 2 days ago
A
Intended to attract admiration
B
A feeling of great surprise
C
Lack of interest
D
To move aimlessly
Wander (verb)
English Meaning: Walk or move in a leisurely or aimless way.
Bangla Meaning: উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো।
Example Sentence:
She wandered from room to room, not sure of what she was looking for.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 days ago
What is the meaning of the word 'stanch'?
Created: 3 months ago
A
to reinforce
B
be weak
C
smooth out
D
put an end to
Stanch
English meaning: To stop something from happening, or to stop a liquid—especially blood—from flowing out.
Bangla meaning: কোনো কিছুর প্রবাহমান ধারা (বিশেষত রক্ত) থামানো বা রোধ করা।
• অপশনগুলোর অর্থ:
ক) Reinforce: অধিকতর জনবল বা রসদ দিয়ে আরো শক্তিশালী করা; ভারবহনক্ষমতা বৃদ্ধির জন্য আকার বা ঘনত্ব বাড়ানো; দৃঢ়তর বা জোরদার করা।
খ) Weak: দুর্বল।
গ) Smooth out: কোনো পরিস্থিতি মসৃণ ও নির্বিঘ্ন করা।
ঘ) Put an end to: কোনো কিছু শেষ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া।
উপরোক্ত শব্দগুলোর অর্থ বিশ্লেষণ করলে বোঝা যায়, ‘stanch’ শব্দটির অর্থের সঙ্গে সবচেয়ে বেশি মিল রয়েছে ‘put an end to’ এর অর্থের।
Source: Cambridge Dictionary.

0
Updated: 3 months ago