A
We went sailing on a Lake Michigan last summer.
B
We went sailing on an Lake Michigan last summer.
C
We went sailing on the Lake Michigan last summer.
D
We went sailing on Lake Michigan last summer.
উত্তরের বিবরণ
Correct sentence: We went sailing on Lake Michigan last summer.
Explanation:
• Article:
A, An & The কে article বলা হয়। এরা noun কে qualify করে।
Article দুই প্রকার:
Indefinite: A, An
Definite: The
• Rule:
হ্রদের নামের আগে the বসে না।
যেমন: Lake Superior, Lake Baikal, Lake Caspian, Lake Michigan
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain

0
Updated: 2 days ago
Which is the correct sentence?
Created: 1 week ago
A
He insisted on seeing her
B
He insisted for seeing her
C
He insisted in seeing her
D
He insisted to be seeing her
সঠিক বাক্য:
-
He insisted on seeing her.
ব্যাখ্যা:
-
Insist on / insist upon / insist on doing something মানে হলো—কোনো কিছু করতে জোর দেওয়া, এমনকি সেটা অন্যদের বিরক্ত করতে পারে বা তারা মনে করতে পারে এটা ভালো নয়।
-
বাংলায় বলা যায়, কোনো বিষয়ে জোর দেওয়া বা অনড় থাকা।
-
Insist on / upon এর পর verb-এর -ing ফর্ম ব্যবহার হয়।
উদাহরণ:
-
He insisted on my going there. → সে জোর দিয়েছেন যে আমি সেখানে যাই।
-
She insists on doing everything her own way. → সে সবকিছু নিজের মতো করার জোর দেন।
-
Despite the alternative suggestions, she insisted on following the original plan. → বিকল্প পরামর্শ থাকা সত্ত্বেও, সে মূল পরিকল্পনা অনুসরণের জন্য জোর দিয়েছেন।
Source: Cambridge Dictionary Grammar Reference.

0
Updated: 1 week ago
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
Created: 4 months ago
A
বান কি মুন
B
কফি আনান
C
এন্তোনিও গুতেরেস
D
ত্রাইগভেলি
এন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব।
- তিনি ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে দায়িত্বে আছেন।
- তার জন্ম পোর্তুগালে।
- গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব।
- তিনি এর আগে UNHCR (জাতিসংঘ শরণার্থী সংস্থা)-এর প্রধান হিসেবেও কাজ করেছেন।
অন্য বিকল্পগুলোর পরিচয়:
- বান কি মুন — দক্ষিণ কোরিয়ার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (২০০৭–২০১৬)।
- কফি আনান — ঘানার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (১৯৯৭–২০০৬)।
- ত্রাইগভে লি — নরওয়ের, জাতিসংঘের প্রথম মহাসচিব (১৯৪৬–১৯৫২)।

0
Updated: 4 months ago
Modern data base produce reams of observational data.
Created: 1 month ago
A
Data bases produce a lot of information
B
Data bases are pecked with paper.
C
Data bases create information instantly.
D
Data bases are of limited use in strong information.
The correct answer is - option ক) Data bases produce a lot of information.
- Produce reams of observational data - এখানে reams অর্থ হলো ভুরিভুরি, প্রচুর, অনেক।
- A database is a collection of information that is organized so that it can be easily accessed, managed and updated.
Computer databases typically contain aggregations of data records or files, containing information about sales transactions or interactions with specific customers.
- So, we can say that data bases produce a lot of information.
• Options Explanation:
- Option (ক) -তে বলা হয়েছে a lot of information প্রচুর তথ্য।
- Option (খ) - তে বলা হয়েছে packed with paper কাগজে মোড়ানো।
- Option (গ) - তে বলা হয়েছে create information instantly - তৎক্ষণিকভাবে তথ্য তৈরি করে।
- Option (ঘ) - তে বলা হয়েছে of limited use in strong information তথ্য সংরক্ষণ এর ব্যবহার সীমিত।
• সুতরাং, অপশন বিশ্লেষণ করে বুঝা যায় যে, Option (ক) ই সঠিক।

0
Updated: 1 month ago