The word “Tenacious” means –
A
Weak and fragile
B
Firm and persistent
C
Temporary and short-lived
D
Careless and negligent
উত্তরের বিবরণ
Tenacious (adjective)
English Meaning: Holding tightly onto something, or keeping an opinion in a determined way.
Bangla Meaning: শক্ত করে আঁকড়ে রাখে এমন; নাছোড়বান্দা; ধৈর্যশীল।
Example Sentences:
The baby took my finger in its tenacious little fist.
There has been tenacious local opposition to the new airport.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
The news on TV was breathtaking. Here, 'breathtaking' means-
Created: 1 week ago
A
Boring
B
Thrilling
C
Heartbreaking
D
Hesitating
বাক্য “The news on TV was breathtaking.”- এ ‘breathtaking’ শব্দের অর্থ হলো Thrilling। অর্থাৎ খবরটি ছিল রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ বা অবিশ্বাস্যভাবে চমকপ্রদ। শব্দটি এমন কিছু বোঝায় যা অত্যন্ত বিস্ময়কর বা মুগ্ধকর, যেন দেখে বা শুনে মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায়।
• Breathtaking (Adjective):
-
English Meaning: Exciting; thrilling; astonishing or awe-inspiring in quality, so as to take one’s breath away.
-
Bangla Meaning: (ভয়, বিস্ময় বা উত্তেজনায়) শ্বাসরুদ্ধকর; রোমাঞ্চকর; চমকপ্রদ।
• Example Sentences:
-
The view from the mountain was absolutely breathtaking.
-
Her performance in the film was breathtaking.
• দেওয়া অপশনগুলোর অর্থ:
-
(ক) Boring: বিরক্তিকর, একঘেয়ে।
-
(খ) Thrilling: রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ, লোমহর্ষক।
-
(গ) Heartbreaking: হৃদয়বিদারক, মর্মবেদনাদায়ক।
-
(ঘ) Hesitating: দ্বিধাগ্রস্ত, অনিশ্চিত।
• বিশ্লেষণ:
-
‘Breathtaking’ এমন কিছু বোঝায় যা রোমাঞ্চকর বা শ্বাসরুদ্ধকরভাবে সুন্দর, ভয়ঙ্কর, বা চমকপ্রদ।
-
প্রদত্ত বাক্যে, ‘The news on TV was breathtaking’ মানে হলো খবরটি এতটাই thrilling বা astonishing ছিল যে তা দর্শকদের গভীরভাবে প্রভাবিত করেছে।
-
তাই, সঠিক উত্তর হলো (খ) Thrilling।
• অতিরিক্ত তথ্য:
-
Breathtaking শব্দটি শুধু ভয় বা উত্তেজনা নয়, বরং beauty, speed, danger, excitement, বা excellence — যেকোনো তীব্র অনুভূতিকে প্রকাশ করতে পারে।
-
এর সমার্থক শব্দ: amazing, stunning, marvelous, astonishing, spectacular, thrilling।
-
বিপরীতার্থক শব্দ: boring, dull, unimpressive, ordinary।

0
Updated: 1 week ago
What is the meaning of the word 'sequences'?
Created: 4 months ago
A
to follow
B
round up
C
withdraw
D
question closely
Sequence — পরম্পরা, ক্রম, অনুক্রম, আনুপূর্ব, পারম্পর্য, অনুলোপ।
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর বিশ্লেষণঃ
ক) To follow — অনুসরণ করা, ধারাবাহিকভাবে ক্রম মেনে চলা।
খ) Round up — পূর্ণ সংখ্যায় নিয়ে আসা; তাড়া করে একত্রিত করা বা গ্রেফতার করা।
গ) Withdraw — সরে যাওয়া; তুলে নেওয়া বা সরিয়ে ফেলা।
ঘ) Question closely — গভীরভাবে প্রশ্ন করা।
উপরের বিশ্লেষণ থেকে বোঝা যায়, উল্লেখিত অপশনগুলোর মধ্যে "to follow" শব্দটির অর্থই সবচেয়ে বেশি "Sequence" শব্দের সাথে সঙ্গতিপূর্ণ।
অতএব, বলা যায়:
The meaning of the word ‘sequences’ is “to follow”.
উৎস:
-
Accessible Dictionary by Bangla Academy
-
Oxford Learner’s Dictionary

0
Updated: 4 months ago
What is the meaning of "Quorum"?
Created: 1 month ago
A
The final decision of a committee
B
A rule for managing meetings
C
The summary of a discussion
D
Minimum number of members to conduct a meeting
The correct answer is - ঘ) Minimum number of members to conduct a meeting
Quorum (Noun)
-
English Meaning: The smallest number of people who must be at a meeting before it can begin or decisions can be made
-
Bangla Meaning: সভার বৈধতার জন্য কমপক্ষে যে কয়জন সদস্যের উপস্থিতি প্রয়োজন
Synonyms (সমার্থক শব্দ):
-
Attendance (উপস্থিতি)
-
Plenum (পূর্ণাঙ্গ অধিবেশন)
-
Assemblage (সমাবেশ)
-
Gathering (জমায়েত)
-
Meeting (সভা)
Antonyms (বিপরীতার্থক শব্দ):
-
Absence (অনুপস্থিতি)
-
Non-attendance (অনুপস্থিতি)
-
Lack of Presence (পর্যাপ্ত অনুপস্থিতির অভাব)
-
Insufficient (অপর্যাপ্ত)
-
Deficient (ঘাটতি)
Other Forms:
-
Quorate (adjective): যেখানে বৈধ সংখ্যক সদস্য উপস্থিত থাকে
Example Sentences:
-
If a quorum is not present, the meeting must be adjourned.
-
Unfortunately, she called for a quorum count and the meeting was found to be inquorate.
Source:
-
Live MCQ Lecture
-
Accessible Dictionary

0
Updated: 1 month ago