একটি বড় গিয়ারের সঙ্গে দুটি ছোট গিয়ার সংযুক্ত। বড় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। দুটি ছোট গিয়ারের ঘূর্ণনের দিক কী হবে?
A
উভয়ই ঘড়ির কাঁটার দিকে।
B
উভয়ই ঘড়ির কাঁটার বিপরীতে।
C
এক ঘড়ির দিকে, অন্যটি বিপরীতে।
D
ঘূর্ণনের দিক নির্ধারণ করা যায় না।
উত্তরের বিবরণ
প্রশ্ন: একটি বড় গিয়ারের সঙ্গে দুটি ছোট গিয়ার সংযুক্ত। বড় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। দুটি ছোট গিয়ারের ঘূর্ণনের দিক কী হবে?
সমাধান:
যদি দুটি ছোট গিয়ার বড় গিয়ারের দুই পাশে থাকে, তাহলে দুইদিকে সংযুক্ত দুটি ছোট গিয়ারই ঘুরবে বড় গিয়ারের বিপরীত দিকে।
যেহেতু বড় গিয়ারটির ঘূর্ণনের দিক হচ্ছে ঘড়ির কাঁটার দিকে
তাই ছোট গিয়ার দুটিরই ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।

0
Updated: 2 months ago