A
Would you mind to showing me the way to the station?
B
Would you mind showing me the way to the station?
C
Would you mind to show me the way to the station?
D
Would you mind showed me the way to the station?
উত্তরের বিবরণ
সঠিক বাক্য:
Would you mind showing me the way to the station?
বিস্তারিত ব্যাখ্যা:
Structure:
Would you mind + verb-ing + object
উদাহরণ:
Would you mind sending me the details by email?
Would you mind taking a look at this document?
Would you mind showing me how this works?
ভুল উদাহরণ:
ক) Would you mind to showing… → “to” + gerund ভুল।
গ) Would you mind to show… → infinitive ব্যবহার করা যাবে না।
ঘ) Would you mind showed… → past tense verb ভুল, gerund লাগবে।

0
Updated: 2 days ago
Choose the correct sentence.
Created: 5 months ago
A
A few of the three boys got a prize
B
Each of the three boys got a prize
C
Every of the three boys got a prize
D
All of the three boys got a prize
কোনো বাক্যে Each of the, one of the, neither of the, either of the থাকলে এদের পর noun (plural) কিন্তু verb (singular) এবং possessive (singular) হয়।
– a prize এর সাথে সঙ্গতি রেখে a few of / all of এর ব্যবহার অশুদ্ধ।
– Every of এর ব্যবহার অশুদ্ধ।
তাই এখানে সঠিক বাক্য হবে – Each of the three boys got a prize.

0
Updated: 5 months ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 4 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 4 months ago
Which is the correct sentence?
Created: 1 week ago
A
He insisted on seeing her
B
He insisted for seeing her
C
He insisted in seeing her
D
He insisted to be seeing her
সঠিক বাক্য:
-
He insisted on seeing her.
ব্যাখ্যা:
-
Insist on / insist upon / insist on doing something মানে হলো—কোনো কিছু করতে জোর দেওয়া, এমনকি সেটা অন্যদের বিরক্ত করতে পারে বা তারা মনে করতে পারে এটা ভালো নয়।
-
বাংলায় বলা যায়, কোনো বিষয়ে জোর দেওয়া বা অনড় থাকা।
-
Insist on / upon এর পর verb-এর -ing ফর্ম ব্যবহার হয়।
উদাহরণ:
-
He insisted on my going there. → সে জোর দিয়েছেন যে আমি সেখানে যাই।
-
She insists on doing everything her own way. → সে সবকিছু নিজের মতো করার জোর দেন।
-
Despite the alternative suggestions, she insisted on following the original plan. → বিকল্প পরামর্শ থাকা সত্ত্বেও, সে মূল পরিকল্পনা অনুসরণের জন্য জোর দিয়েছেন।
Source: Cambridge Dictionary Grammar Reference.

0
Updated: 1 week ago