Identify the correct sentence.
A
We went sailing on a Lake Michigan last summer.
B
We went sailing on an Lake Michigan last summer.
C
We went sailing on the Lake Michigan last summer.
D
We went sailing on Lake Michigan last summer.
উত্তরের বিবরণ
Correct sentence: We went sailing on Lake Michigan last summer.
Explanation:
• Article:
A, An & The কে article বলা হয়। এরা noun কে qualify করে।
Article দুই প্রকার:
Indefinite: A, An
Definite: The
• Rule:
হ্রদের নামের আগে the বসে না।
যেমন: Lake Superior, Lake Baikal, Lake Caspian, Lake Michigan
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain

0
Updated: 1 month ago
Choose the correct sentence:
Created: 1 week ago
A
He is capable in doing the work.
B
He is capable to do the work.
C
He is capable of doing the work.
D
He is capable with doing the work.
Correct answer হলো He is capable of doing the work, কারণ “capable” এর পর সর্বদা of বসে এবং এর পরে verb-এর -ing form (gerund) ব্যবহার করতে হয়।
-
Capable of something/doing something – বাংলা অর্থ: কিছু করার ক্ষমতা, ক্ষমতা, বা গুণাবলী থাকা; ইংরেজি অর্থ: having the ability, power, or qualities to be able to do something.
-
নিয়ম: Capable-এর সাথে in, to, with, বা for ব্যবহার করা হবে না।
-
উদাহরণ: He is capable of doing the work.

0
Updated: 1 week ago
Choose the correct sentence-
Created: 4 months ago
A
The matter was informed to the police.
B
The matter has been informed of the police.
C
The police was informed of the matter.
D
The police were informed of the matter.
• The police - আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ।
- The police - Collective noun টি সবসময় 'singular' রূপ, কিন্তু 'plural verb' সহ ব্যবহৃত হয়।
• আবার,
- Inform someone of something এর অর্থ হলো কাউকে কোনো বিষয়ে জানানো।
- Inform এর Structure সাধারণত এ রকম হয়ে থাকে:
- Inform + ব্যক্তিবাচক Object + of + ধারণাবাচক Object.
• সুতরাং, সঠিক বাক্যটি হবে - The police were informed of the matter.

0
Updated: 4 months ago
Choose the correct answer. How long did you wait?
Created: 5 months ago
A
Till lunch time
B
Till he came
C
Until six o'clock
D
Since this morning
• How long did you wait?
- এখানে প্রশ্নটি past form এ করা হয়েছে। সে হিসেবে উত্তরটিও past form এ করতে হবে।
- প্রশ্নটির উত্তর এভাবে করা যায় -
• I waited until / till he came. বা সংক্ষেপে untill/till he came. (until/till conjunction হিসেবে ব্যবহৃত)।
- এখানে till/until অর্থ যতক্ষণ না।
- সুতরাং বাক্যের অর্থ - Till he came অর্থ- যতক্ষণ না সে এসেছিল
- তাই, সঠিক উত্তর হবে - খ।
• আবার,
- Till/untill অর্থ যদি 'পর্যন্ত' হয় এবং Preposition হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ক ও গ উভয়েই উত্তর হতে পারে।

0
Updated: 5 months ago