Antonym of Refractory -
A
Subservient
B
Stubborn
C
Obstinate
D
Tenacious
উত্তরের বিবরণ
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
একগুঁয়ে; অবাধ্য – as refractory as a mule; (রোগব্যাধি) দুশ্চিকিৎস্য; দুরারোগ্য।
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ্য।
Synonyms: Stubborn (একগুঁয়ে; জেদি), Disobedient (অবাধ্য), Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য), Obstinate (অনড়), Tenacious (অনমনীয়)
Antonyms: Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য), Manageable (নিয়ন্ত্রণসাধ্য), Subservient (অধীনস্ত), Loyal (আজ্ঞাবহ), Subordinate (অধস্তন)
Example Sentences:
A refractory child is very hard to control.
The patient died of refractory heart failure one month later.

0
Updated: 1 month ago
Antonym of "Sincere":
Created: 3 weeks ago
A
Honest
B
Fake
C
Genuine
D
Polite
The correct answer is fake.
Sincere
-
Bangla Meaning: (অনুভূতি, আচরণ) আন্তরিক; অকৃত্রিম।
-
English Meaning: free of dissimulation : honest.
Option B: Fake
-
Bangla Meaning: মেকি বা জাল বস্তু; জালিয়াত; প্রবঞ্চক।
-
English Meaning: not true, real, or genuine : counterfeit, sham.
Other options:
Option A: Honest
-
Bangla Meaning: সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র।
-
English Meaning: free from fraud or deception : legitimate, truthful.
Option C: Genuine
-
Bangla Meaning: প্রকৃত; খাঁটি; অকৃত্রিম।
-
English Meaning: actually having the reputed or apparent qualities or character.
Option D: Polite
-
Bangla Meaning: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।
-
English Meaning: of, relating to, or having the characteristics of advanced culture.

0
Updated: 3 weeks ago
The antonym of 'arduous' is:
Created: 4 weeks ago
A
Discerning
B
Laborious
C
Effortless
D
Endemic
সঠিক উত্তর হলো Effortless।
Arduous একটি Adjective। এটি বোঝায় এমন কাজ যা কঠিন এবং ক্লান্তিকর, বা যার জন্য প্রচুর চেষ্টা ও শ্রমের প্রয়োজন হয়।
-
বাংলা অর্থ:
১. (কাজ সম্বন্ধে) দুঃসাধ্য; কষ্টকর।
২. (পথ ইত্যাদি সম্বন্ধে) খাড়াভাবে উঠে বা নেমে গেছে এমন; উপরের দিকে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য। -
সমার্থক শব্দ: Laborious (শ্রমসাধ্য), Tough (শক্তিশালী; কষ্টসহিষ্ণু), Challenging (কঠিন পরিস্থিতি), Difficult (কঠিন), Burdensome (দূর্বহ)
-
বিপরীতার্থক শব্দ: Easy (অনায়াস), Effortless (উদ্যমহীন; বিনাপ্রচেষ্টায়), Simple (সাধারণ), Uncomplicated (সহজ)
-
অন্য রূপ: Arduously (Adverb)
-
উদাহরণ বাক্য:
১. It can be a long and arduous task and very often ends in failure.
২. He went through a long and arduous training program.

0
Updated: 4 weeks ago
The sky was described as opalescent.
Which word would be antonym of the word "opalescent" in a literary sense?
Created: 1 month ago
A
Shimmering
B
Somber
C
Radiant
D
Glimmering
The opposite of 'Opalescent' is Somber.
Opalescent (adjective)
English Meaning: showing a play of lustrous rainbow-like colors, shimmering with soft and changing hues.
Bangla Meaning: দ্যুতিময়; নানা রঙের ঝলকানো সৌন্দর্যে ভরা।
অপশন আলোচনা:
Somber – অন্ধকারাচ্ছন্ন; মলিন; বিষণ্ণ। (এটি Opalescent-এর বিপরীতার্থক, কারণ একদিকে উজ্জ্বল ও রঙিন দীপ্তি, অন্যদিকে অন্ধকার ও বিষণ্ণতা প্রকাশ করে।)
Shimmering – হালকা ঝিলমিল করা; উজ্জ্বল আলোয় দীপ্ত। (Opalescent-এর কাছাকাছি অর্থে ব্যবহৃত।)
Radiant – জাজ্বল্যমান; দীপ্তিময়। (এটিও সমার্থক অর্থ বহন করে।)
Glimmering – ক্ষীণ আলোতে ঝিলমিল করা। (Opalescent-এর সঙ্গে সম্পর্কিত অর্থে ব্যবহৃত, তবে তুলনামূলক দুর্বল দীপ্তি প্রকাশ করে।)
Sources:
-
Merriam-Webster
-
Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 1 month ago