A
It is no use wait for him any longer.
B
It is no use to wait for him any longer
C
It is no use of waiting for him any longer.
D
It is no use of waiting for him any longer.
উত্তরের বিবরণ
Correct sentence:
It is no use waiting for him any longer.
Explanation:
It is no use + verb-ing:
It is of no use / It’s no use doing something এর পরে সরাসরি verb-এর -ing form ব্যবহার হয়।
কোনো preposition বা infinitive এখানে লাগেনা।
Examples:
It is no use regretting past decisions.
It's no use crying over spilled milk.
It's no use locking the door now.
It's no use trying again.
It's no use arguing with a drunk.
Why other options are wrong:
ক) It is no use wait for him any longer. → ভুল, verb-এর -ing form লাগবে।
খ) It is no use to wait for him any longer. → ভুল, এখানে infinitive ব্যবহার করা হয়েছে, gerund লাগবে।
গ) It is no use of waiting for him any longer. → ভুল, এখানে of ব্যবহার করা হয়েছে, যা দরকার নেই।

0
Updated: 2 days ago
Let ______ solve the problem together.
Created: 1 week ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।

0
Updated: 1 week ago
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি?
Created: 4 months ago
A
বান কি মুন
B
কফি আনান
C
এন্তোনিও গুতেরেস
D
ত্রাইগভেলি
এন্তোনিও গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব।
- তিনি ১ জানুয়ারি ২০১৭ সাল থেকে দায়িত্বে আছেন।
- তার জন্ম পোর্তুগালে।
- গুতেরেস জাতিসংঘের ৯ম মহাসচিব।
- তিনি এর আগে UNHCR (জাতিসংঘ শরণার্থী সংস্থা)-এর প্রধান হিসেবেও কাজ করেছেন।
অন্য বিকল্পগুলোর পরিচয়:
- বান কি মুন — দক্ষিণ কোরিয়ার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (২০০৭–২০১৬)।
- কফি আনান — ঘানার, জাতিসংঘ মহাসচিব ছিলেন (১৯৯৭–২০০৬)।
- ত্রাইগভে লি — নরওয়ের, জাতিসংঘের প্রথম মহাসচিব (১৯৪৬–১৯৫২)।

0
Updated: 4 months ago
Read the following passage and answer questions (76-80): On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and going no where. Yet they have something in common; both allow astronomers to explore the universe. Modern telescopes are highly automated pieces of machinery equipped with digital sensors that produce reams of observational data. Such data can be stored, processed and distributed just like other digital information. This means it is no longer necessary for astronomer actually to visit a telescope to make observation.
Created: 1 month ago
A
Telescopes and data bases complement each other for the astronomer.
B
Telescopes and data bases are both becoming relevant for the astronomer.
C
Telescopes and data bases have nothing in common for the astronomer.
D
Telescopes and data bases can be confusing to the astronomer.
• সঠিক উত্তর হলো—বিকল্প ক) টেলিস্কোপ ও ডেটাবেস জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একে অপরকে পরিপূরক করে। (Telescopes and data bases complement each other for the astronomer.)
• কারণ, পাঠ্যাংশে বলা হয়েছে—"They have something in common; both allow astronomers to explore the universe."
—এই বাক্য থেকে বোঝা যায় যে, টেলিস্কোপ ও ডেটাবেস উভয়ের কাজ একে অপরকে সহায়তা করে, যার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে গবেষণা চালাতে পারেন।
—অর্থাৎ, একটির কাজ অপরটি সম্পূর্ণ করতে পারে বা একে অপরের বিকল্প হিসেবে নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করে।
• তাই বলা যায়, টেলিস্কোপ ও ডেটাবেস—উভয়ই জ্যোতির্বিজ্ঞানের জগতে একসঙ্গে কাজ করে গবেষণাকে আরও কার্যকর করে তোলে।
• অন্যদিকে,
—বিকল্প (খ) বলছে, টেলিস্কোপ ও ডেটাবেস শুধু প্রাসঙ্গিক, কিন্তু "পরিপূরক" কথাটি উল্লেখ করে না, যা পাঠ্যাংশের মূল বক্তব্যের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়।
—বিকল্প (গ) ও (ঘ) পাঠ্যাংশের সাথে অসংগতিপূর্ণ, তাই তা গ্রহণযোগ্য নয়।

0
Updated: 1 month ago