Identify the correct sentence.
A
Would you mind to showing me the way to the station?
B
Would you mind showing me the way to the station?
C
Would you mind to show me the way to the station?
D
Would you mind showed me the way to the station?
উত্তরের বিবরণ
সঠিক বাক্য:
Would you mind showing me the way to the station?
বিস্তারিত ব্যাখ্যা:
Structure:
Would you mind + verb-ing + object
উদাহরণ:
Would you mind sending me the details by email?
Would you mind taking a look at this document?
Would you mind showing me how this works?
ভুল উদাহরণ:
ক) Would you mind to showing… → “to” + gerund ভুল।
গ) Would you mind to show… → infinitive ব্যবহার করা যাবে না।
ঘ) Would you mind showed… → past tense verb ভুল, gerund লাগবে।

0
Updated: 1 month ago
Select the correct sentence.
Created: 2 months ago
A
The man was tall who stole my bag.
B
The man stole my bag who was tall.
C
The man who stole my bag was tall.
D
The man was tall who is stealing tall my bag.
• The correct sentence is - The man who stole my bag was tall.
• Who এর পর সরাসরি verb আসে আর whom এর পর আসে noun বা pronoun.
- ব্যক্তিবাচক noun এর relative pronoun form হিসেবে তাই এখানে who ব্যবহৃত হবে।
• সাধারণত ব্যক্তির পরে Relative Pronoun Who বসে।
- person + who+ verb (according to person)
• Example:
- The man who said that was a fool.

0
Updated: 2 months ago
What is the synonym of 'Competent'?
Created: 5 months ago
A
Circumspect
B
Discrete
C
Capable
D
Prudent
• Competent:
English meaning: able to do something well.
Bangla meaning: উপযুক্ত; সক্ষম; দক্ষ।
• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) Circumspect - কাজে নামার আগে সবকিছু খুঁটিয়ে খেয়াল করে এমন; সতর্ক।
খ) Discrete - পৃথক; বিযুক্ত; ধারাবাহিকতাহীন; অসংলগ্ন।
গ) Capable - শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
ঘ) Prudent - সতর্ক; দূরদর্শী; কৃতাবধান; পরিণামদর্শী; সুবিবেচক; বিচক্ষণ।
• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Capable শব্দটি Competent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 5 months ago
Choose the correct option: Even as harvesting was going on -
Created: 3 months ago
A
the rainy season began.
B
the rainy season was began.
C
the rainy season had began.
D
the rainy season begins.
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the rainy season began.
- Complete sentence: Even as harvesting was going on the rainy season began.
• বাক্যে principal এবং subordinate clause একই tense এর হওয়া বাঞ্ছনীয়।
- যদি principal clause present tense এ হয় তবে subordinate clause টি যেকোনো tense এর হয়ে পারে।
- দুইটি clause এর মাঝে কোনো conjunction আসলে তখন নিয়মানুযায়ী tense এর পরিবর্তন ঘটতে পারে।
• নিয়মানুযায়ী, অপশন ক) the rainy season began সঠিক।
- খ) অপশনে was begun না হয়ে শুধু began হওয়া উচিত ছিলো, কারণ begun হচ্ছে verb এর past participle form তাই এর পূর্বে have/has/had বসে।
- গ) এবং ঘ) অপশন এই নিয়ম অনুসরণ না করায় তা সঠিক নয়।

0
Updated: 3 months ago