A
I don’t have much time to waste.
B
There are some chairs in the hall.
C
We enjoyed a few sceneries during the trip.
D
Several students were absent today.
উত্তরের বিবরণ
সঠিক উত্তর:
গ) We enjoyed a few sceneries during the trip.
ভুল কারণ:
Scenery একটি uncountable noun, তাই এর plural sceneries সাধারণ অর্থে হয় না।
এবং a few শুধু countable noun এর সাথে ব্যবহৃত হয়।
সঠিক বাক্য হবে: We enjoyed the scenery during the trip.
অন্য বাক্যগুলো সঠিক:
ক) I don’t have much time to waste.
“time” uncountable, তাই much ব্যবহার সঠিক।
খ) There are some chairs in the hall.
“chairs” countable, তাই some ব্যবহার একদম ঠিক।
ঘ) Several students were absent today.
“students” countable noun, তাই several সঠিক।

0
Updated: 2 days ago
Which sentence is grammatically correct?
Created: 3 months ago
A
Neither of the boys has done his homework.
B
Neither of the boys has done their homework.
C
Neither of the boys have done his homework.
D
Neither of the boys have done their homework.

0
Updated: 3 months ago
Choose the appropriate alternative to complete the sentence. He had a _____ of fever.'
Created: 3 months ago
A
strong attack
B
severe attack
C
serious kind
D
bad attack
• Complete Sentence: He had a severe attack of fever.
• Severe- English Meaning: causing very great pain, difficulty, worry, damage, etc.; very serious.- Bangla Meaning: তীব্র, কঠোর।
- সাধারণত আবহাওয়া ও রোগের অবস্থা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়। সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - severe attack.
• Severe
- সাধারণত আবহাওয়া ও রোগের অবস্থা বুঝাতে শব্দটি ব্যবহৃত হয়।

0
Updated: 3 months ago
Read the following passage and answer questions (76-80): On the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away and going no where. Yet they have something in common; both allow astronomers to explore the universe. Modern telescopes are highly automated pieces of machinery equipped with digital sensors that produce reams of observational data. Such data can be stored, processed and distributed just like other digital information. This means it is no longer necessary for astronomer actually to visit a telescope to make observation.
Created: 1 month ago
A
Telescopes and data bases complement each other for the astronomer.
B
Telescopes and data bases are both becoming relevant for the astronomer.
C
Telescopes and data bases have nothing in common for the astronomer.
D
Telescopes and data bases can be confusing to the astronomer.
• সঠিক উত্তর হলো—বিকল্প ক) টেলিস্কোপ ও ডেটাবেস জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একে অপরকে পরিপূরক করে। (Telescopes and data bases complement each other for the astronomer.)
• কারণ, পাঠ্যাংশে বলা হয়েছে—"They have something in common; both allow astronomers to explore the universe."
—এই বাক্য থেকে বোঝা যায় যে, টেলিস্কোপ ও ডেটাবেস উভয়ের কাজ একে অপরকে সহায়তা করে, যার মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে গবেষণা চালাতে পারেন।
—অর্থাৎ, একটির কাজ অপরটি সম্পূর্ণ করতে পারে বা একে অপরের বিকল্প হিসেবে নয়, বরং পরিপূরক হিসেবে কাজ করে।
• তাই বলা যায়, টেলিস্কোপ ও ডেটাবেস—উভয়ই জ্যোতির্বিজ্ঞানের জগতে একসঙ্গে কাজ করে গবেষণাকে আরও কার্যকর করে তোলে।
• অন্যদিকে,
—বিকল্প (খ) বলছে, টেলিস্কোপ ও ডেটাবেস শুধু প্রাসঙ্গিক, কিন্তু "পরিপূরক" কথাটি উল্লেখ করে না, যা পাঠ্যাংশের মূল বক্তব্যের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ নয়।
—বিকল্প (গ) ও (ঘ) পাঠ্যাংশের সাথে অসংগতিপূর্ণ, তাই তা গ্রহণযোগ্য নয়।

0
Updated: 1 month ago