A
Has started
B
Had started
C
will have started
D
Will start
উত্তরের বিবরণ
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 3 months ago
Choose the appropriate meaning of the idiom 'swan song.'
Created: 2 weeks ago
A
First work
B
Last work
C
Middle work
D
Early work
• Swan Song অর্থ হচ্ছে - last work.
• Swan song:
English Meaning: the final performance or activity of a person's career / last work.
Bangla Meaning: শেষ কর্ম / রচনা।
Ex. Sentence: ‘The Tempest' is known as Shakespeare's Swan song.
Bangla Meaning: ‘দ্যা টেম্পেস্ট’ কে শেক্সপিয়ারের শেষ কীর্তি/রচনা বলা হয়।
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 weeks ago
What kind of noun is 'Girl'?
Created: 2 months ago
A
Proper
B
Common
C
Collective
D
Material
• Common noun:
A common noun is one which is common to each member of class of persons or things.
অর্থাৎ, যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
Examples of common nouns:
- Flower
- Poet
- Girl
- Planet
- Dress
Source: A Passage to the English Language, S M Zakir Hussain.

0
Updated: 2 months ago
Choose the correct sentence.
Created: 1 day ago
A
I have looked for a good doctor before I met you.
B
I had looked for a good doctor before I met you.
C
I looked for a good doctor before I had met you.
D
I am looking for a good doctor before meeting you.
অতীতে দুটো কাজের মধ্যে যখন একটি কাজ অন্য কাজের আগে ঘটে, তখন আগে ঘটে যাওয়া কাজটি Past Perfect Tense এ হয়।
-
Before দিয়ে দুই কাজের সময় বোঝানোর সময়, before এর আগে Past Perfect Tense ব্যবহার হয় এবং before এর পরে Past Indefinite Tense ব্যবহার হয়।
উদাহরণ: -
I had looked for a good doctor before I met you.
-
The patient had died before the doctor came.
-
The actor had left the auditorium before the audience stood up.
সুতরাং সঠিক বাক্য হলো - I had looked for a good doctor before I met you।
আর, ভবিষ্যতের ক্ষেত্রে Future Perfect Tense + before + Present Indefinite Tense হয়।
অথবা Present Indefinite + before + Present Indefinite হয়।
উদাহরণ:
-
He will have completed the task before you come.
-
He completes the task before you come।
এইভাবে before যুক্ত বাক্যে সময়ের ধাপ বুঝিয়ে দেয়ার নিয়ম কাজ করে।

0
Updated: 1 day ago