A
ফ্রান্স
B
রাশিয়া
C
যুক্তরাষ্ট্র
D
কানাডা
উত্তরের বিবরণ
ফ্রান্স
ভৌগোলিক অবস্থান: উত্তর-পশ্চিম ইউরোপে অবস্থিত।
ভূগোল ও সীমান্ত:
উত্তর-পূর্বে: বেলজিয়াম ও লুক্সেমবার্গ
পূর্বে: জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি
দক্ষিণ-পূর্বে: মোনাকো ও ভূমধ্যসাগর
আয়তন: প্রায় ৫৪৩,৯৪০ বর্গ কিমি (২১০,০২০ বর্গ মাইল)
রাষ্ট্র ও প্রশাসন:
রাজধানী ও বৃহত্তম শহর: প্যারিস
রাষ্ট্রপতি: ইমানুয়েল মাক্রোঁ (ডিসেম্বর ২০২৪)
প্রধানমন্ত্রী: ফ্রাঁসোয়া বাইরু (ডিসেম্বর ২০২৪)
ভাষা: ফরাসি (অফিসিয়াল)
ধর্ম: প্রধানত রোমান ক্যাথলিক খ্রিস্টধর্ম; এছাড়াও প্রোটেস্ট্যান্ট, ইসলাম, ইহুদি ধর্ম
অর্থনীতি: ইউরোপের অন্যতম প্রধান কৃষি উৎপাদনকারী ও শিল্প শক্তি
মুদ্রা: ইউরো
টাইম জোন: পৃথিবীতে সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত দেশ, মোট ১৩টি টাইম জোন
পৃথিবীর সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত দেশসমূহ
১. ফ্রান্স – ১৩টি
২. রাশিয়া ও যুক্তরাষ্ট্র – ১১টি
৩. অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য – ৯টি
৪. কানাডা – ৬টি
৫. ডেনমার্ক – ৫টি
তথ্যসূত্র: Britannica.com & Worldatlas.com

0
Updated: 3 days ago
ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? [অক্টোবর, ২০২৪]
Created: 1 month ago
A
ইমানুয়েল ম্যাক্র
B
জ্যাক শিরাক
C
ফ্রঁসিয়ে মিতেরাঁ
D
জেনারেল দ্য গল
ফ্রান্স
-
ফ্রান্স ইউরোপের উত্তর-পশ্চিমে অবস্থিত একটি দেশ।
-
এর চারপাশে আটলান্টিক মহাসাগর, ভূমধ্যসাগর, আল্পস পর্বত এবং পিরেনিস পর্বত রয়েছে।
-
ফ্রান্সের রাজধানীর নাম প্যারিস।
-
দেশটির মুদ্রা হলো ইউরো।
-
এখন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে, যিনি সেপ্টেম্বর ২০২৪ সালে গ্যাব্রিয়াল আতালের পরিবর্তে দায়িত্ব গ্রহণ করেছেন।
-
ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাক্রোঁ।
-
সংবাদ পরিবেশনের জন্য এখানে এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) নামের একটি সংবাদ সংস্থা আছে।
-
এয়ার ফ্রান্স ফ্রান্সের প্রধান বিমান সংস্থা।
-
দেশের প্রধান সমুদ্র বন্দর হলো মার্শেই বা মারসিলিস।
তথ্যের উৎস: Britannica ও DW (৬ সেপ্টেম্বর ২০২৪)

0
Updated: 1 month ago