A
জুপিটার
B
নেপচুন
C
মিনার্ভা
D
ভেনাস
উত্তরের বিবরণ
রোমান সভ্যতা
ঐতিহাসিক প্রসঙ্গ: খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও প্রথম শতকে রোমানরা গ্রিক সাম্রাজ্য দখল করে।
ভৌগোলিক বিস্তার: ইতালি ও ইতালির পশ্চিম দিকে অবস্থিত ভূমধ্যসাগর তীরবর্তী দেশগুলো জয় করে। মধ্য ইটালির ল্যাটিয়ামে রোম ছিল তাদের প্রধান শহর।
সাম্রাজ্যিক বিকাশ: লাতিনদের ক্ষুদ্র জাতি থেকে সুবিশাল সাম্রাজ্যের বিকাশ ঘটে।
সাহিত্য ও সংস্কৃতি: রোমান সাহিত্য-সংস্কৃতিতে গ্রিক সভ্যতার প্রভাব স্পষ্ট। মলিয়ে পুটাস ও টেরেন্স ছিলেন বিখ্যাত সাহিত্যিক ও নাট্যকার।
শাসন ব্যবস্থা: রোমানরা গণপ্রজাতন্ত্রে বিশ্বাসী ছিলেন; ধর্মীয় প্রভাব বা পুরোহিততন্ত্র শাসনে প্রভাব ফেলতে পারেনি।
ধর্ম ও দেবতা:
আকাশের দেবতা: জুপিটার
গ্রিক এথেনার জায়গায় রোমীয় দেবতা: মিনার্ভা
প্রেমের দেবতা: ভেনাস
বাতাস ও সমুদ্রের দেবতা: নেপচুন
আইন ব্যবস্থা: প্রাচীন সভ্যতায় রোমানদের অন্যতম কৃতিত্ব হলো রোমান আইন (Roman Law)। রোমান দেওয়ানী ও ফৌজদারী আইন (সিভিল ও ক্রিমিনাল) খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতেই সংকলিত হয়।
তথ্যসূত্র: Britannica ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 3 days ago