রহিম ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কিলোমিটার হেটে গেল। এরপর বামদিকে ২ কিলোমিটার গিয়ে ডান দিকে ঘুরে ২ কিলোমিটার দৌড়ালো। এরপর আবার ডানদিকে ফিরে ১ কিলোমিটার হাঁটল এবং দাঁড়ালো। রহিম এখন কোন মুখি হয়ে দাঁড়িয়ে আছে?
A
পশ্চিম
B
পূর্ব
C
উত্তর
D
দক্ষিন
উত্তরের বিবরণ
প্রশ্ন: রহিম ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে ৫ কিলোমিটার হেটে গেল। এরপর বামদিকে ২ কিলোমিটারগিয়ে ডান দিকে ঘুরে ২ কিলোমিটার দৌড়ালো। এরপর আবার ডানদিকে ফিরে ১ কিলোমিটার হাঁটল এবং দাঁড়ালো। রহিম এখন কোন মুখি হয়ে দাঁড়িয়ে আছে?
সমাধান:
রহিম উত্তর দিকে ৫ কিলোমিটার হেঁটে বামদিকে ২ কিলোমিটার গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো। সেখান থেকে ডান দিকে অর্থাৎ উত্তর দিকে ঘুরে ২ কিলোমিটার দৌড়ালো । এরপর আবার ডান দিকে অর্থাৎ পূর্বদিকে ফিরে ১ কিলোমিটার হাটলো।
সুতরাং রহিমের অবস্থান এখন পূর্বমুখি।


0
Updated: 2 months ago