A
CWC
B
ABM
C
NPT
D
CTBT
উত্তরের বিবরণ
Chemical Weapons Convention (CWC)
পূর্ণরূপ: Chemical Weapons Convention
উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ
ধারা:
যে দেশগুলোর হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে, তাদেরকে এই অস্ত্র ধ্বংস করতে হবে
প্রকৃতি: বহুপাক্ষিক চুক্তি, জাতিসংঘের অনুমোদনে স্বাক্ষরিত
প্রাথমিক সম্মেলন:
তারিখ: ৩ সেপ্টেম্বর ১৯৯২
স্থান: জাতিসংঘের দপ্তরে (Conference on Disarmament)
উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা
স্বাক্ষরের তারিখ: ১৩ জানুয়ারি, ১৯৯৩
কার্যকর হওয়ার তারিখ: ২৯ এপ্রিল, ১৯৯৭
স্বাক্ষরকারী দেশ: ১৯৩টি
ইসরায়েল স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি
তথ্যসূত্র: জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট

0
Updated: 3 days ago