A
বেলারুশ
B
চেক প্রজাতন্ত্র
C
পোল্যান্ড
D
ফিনল্যান্ড
উত্তরের বিবরণ
ইউরোপের দেশসমূহ
পূর্ব ইউরোপ:
বেলারুশ
বুলগেরিয়া
চেক প্রজাতন্ত্র
হাঙ্গেরি
পোল্যান্ড
মলদোভা
রোমানিয়া
রাশিয়া
স্লোভাকিয়া
ইউক্রেন
উত্তর ইউরোপ:
নরওয়ে
সুইডেন
ডেনমার্ক
ফিনল্যান্ড
আইসল্যান্ড
যুক্তরাজ্য
আয়ারল্যান্ড
লিথুয়ানিয়া
লাটভিয়া
এস্তোনিয়া
তথ্যসূত্র: Worldatlas.com

0
Updated: 3 days ago
'ম্যাকাও' চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ঐ ইউরোপীয় দেশটির নাম কি?
Created: 1 month ago
A
নেদারল্যান্ড
B
স্পেন
C
পর্তুগাল
D
ইউকে
ম্যাকাও: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল
ম্যাকাও (Macau) দক্ষিণ চীনে অবস্থিত চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল (SAR)। এটি চীন সাগরে অবস্থিত এবং "এক দেশ, দুই ব্যবস্থা" নীতির অধীনে পরিচালিত হয়। অর্থাৎ, চীনের অন্তর্ভুক্ত হলেও ম্যাকাও নিজস্ব প্রশাসনিক, অর্থনৈতিক ও বিচারিক ব্যবস্থা বজায় রাখে, যদিও পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক দায়িত্ব চীনের কেন্দ্রীয় সরকার পরিচালনা করে।
-
পূর্ব ইতিহাস:
ম্যাকাও ছিল এশিয়ায় ইউরোপের সর্বশেষ উপনিবেশ। ১৫৫৭ সালে পর্তুগাল এটি কলোনি হিসেবে গ্রহণ করে এবং প্রায় ৪৪২ বছর ধরে শাসন করে। -
চীনের অধীনে স্থানান্তর:
১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগাল ম্যাকাও-এর প্রশাসনিক নিয়ন্ত্রণ চীনের হাতে হস্তান্তর করে।
একই বছরের ১৯ ডিসেম্বর মধ্যরাতে চীনের সার্বভৌম কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। -
বর্তমান অবস্থা:
২০৪৯ সাল পর্যন্ত ম্যাকাও "বিশেষ প্রশাসনিক অঞ্চল" হিসেবে স্বশাসিত বৈশিষ্ট্য বজায় রাখবে। -
অর্থনীতি ও মুদ্রা:
ম্যাকাও-এর নিজস্ব মুদ্রা হলো ম্যাকানিজ পটাকা (MOP), এবং এটি পর্যটন ও ক্যাসিনো ব্যবসার জন্য বিখ্যাত।
তথ্যসূত্র: Encyclopaedia Britannica

0
Updated: 1 month ago