A
রোমানিয়ার যাযাবর উপজাতি
B
মঙ্গোলিয়ার যাযাবর উপজাতি
C
পারস্যের যাযাবর উপজাতি
D
তুরস্কের যাযাবর উপজাতি
উত্তরের বিবরণ
মঙ্গোল সাম্রাজ্য (Mongol Empire)
বিশ্বে অবস্থান: পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য
প্রতিষ্ঠাতা: চেঙ্গিস খান
জন্ম: ১১৬২ সালে মঙ্গোলিয়ায়
আসল নাম: তেমুজিন
প্রতিষ্ঠার বছর: ১২০৬ সালে
মঙ্গোলিয়ার যাযাবর উপজাতিগুলোকে সংগঠিত করে সাম্রাজ্য গঠন করেন
চেঙ্গিস খানের মৃত্যু: ১২২৭ সালে
মৃত্যুর পর বংশধররা সাম্রাজ্যকে আরও বিস্তৃত করেন
ভৌগোলিক বিস্তার:
সর্বোচ্চ শিখরে পূর্ব ইউরোপ থেকে ইন্দোচীন পর্যন্ত
আয়তন: এক কোটি বর্গমাইলেরও অধিক
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 3 days ago