A
ইতালি, গ্রীস, তুরস্ক ও উত্তর আফ্রিকা
B
ভারত, চীন ও জাপান
C
জার্মানি, ফ্রান্স ও স্পে
D
রাশিয়া, মিশর ও পারস্য
উত্তরের বিবরণ
বাইজেন্টাইন সাম্রাজ্য (Byzantine Empire)
অবস্থানকাল: আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ – ১৪৫৩ খ্রিস্টাব্দ
পতন: ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতিত হয়।
প্রাচীন নাম: সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
৪৭৬ সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের পর পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালিত হয়।
রাজধানী: কনস্টান্টিনোপল
ভৌগোলিক বিস্তার: ভূমধ্যসাগরের আশেপাশের অঞ্চল, যার মধ্যে বর্তমান ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা অন্তর্ভুক্ত।
সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান
১৪ শতকে অটোমান তুর্কিরা ধীরে ধীরে দখল শুরু করে এবং ১৪৫৩ সালে পুরো সাম্রাজ্য অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 3 days ago
ভারত ও নেপালের মধ্যকার বিতর্কিত একটি অঞ্চল-
Created: 1 week ago
A
লাদাখ
B
কালাপানি
C
কাশ্মীর
D
তিনবিঘা করিডোর
• কালাপানি
-
কালাপানি হলো ভারত ও নেপালের মধ্যে বিতর্কিত একটি অঞ্চল, যা উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত।
-
বর্তমানে এটি ভারত প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।
-
নেপাল ও ভারতের মধ্যে ১৬ হাজার কিলোমিটারের বেশি খোলা সীমান্ত রয়েছে, যার মধ্যে কিছু অঞ্চল নিয়ে দ্বিপাক্ষিক বিরোধ আছে।
-
বিরোধের কেন্দ্রে থাকা ভূখণ্ডগুলোর মধ্যে কালাপানি, লিপুলেখ ও সুস্তা অন্যতম।
-
অবস্থান: নেপালের উত্তর-পশ্চিম অংশে; দক্ষিণে ভারতের কুমায়ুন, উত্তরে চীনের তিব্বত।
-
এই ভূখণ্ড হলো ভারত, নেপাল ও চীনের সংযোগস্থল।
অন্যান্য উল্লেখযোগ্য সীমান্ত
-
তিন বিঘা করিডোর: বাংলাদেশ ও ভারতের সংযোগ পথ।
-
কাশ্মীর: ভারত ও পাকিস্তান মধ্য অবস্থিত; কিছু অংশ ভারত শাসিত, কিছু পাকিস্তান শাসিত।
উৎস: BBC ও সংশ্লিষ্ট ওয়েবসাইট ✅

0
Updated: 1 week ago