A
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
মস্কো, রাশিয়া
C
প্যারিস, ফ্রান্স
D
ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তরের বিবরণ
Anti-Ballistic Missile Treaty (ABM Treaty)
পূর্ণরূপ: Anti-Ballistic Missile Treaty (ABM Treaty)
ধরণ: ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি
স্বাক্ষরকারী দেশ: যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন
অন্য নাম: Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems
মূল তথ্য:
স্বাক্ষরের তারিখ: ২৬ মে, ১৯৭২
কার্যকর তারিখ: ৩ অক্টোবর, ১৯৭২
স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া
বিষয়: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ
চুক্তি বাতিল: ২০০২ সাল
তথ্যসূত্র: ব্রিটানিকা, History.com

0
Updated: 3 days ago
আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি?
Created: 3 months ago
A
AFTA
B
APTA
C
SAPTA
D
SAFTA
AFTA (ASEAN Free Trade Area)
AFTA বা আসিয়ান মুক্ত বাণিজ্য এলাকা হলো আসিয়ান সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি। এটি আসিয়ান দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে গঠন করা হয়।
মূল তথ্যসমূহ:
-
AFTA চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালের ২৮ জানুয়ারি, চতুর্থ আসিয়ান সামিটে।
-
এই চুক্তি কার্যকর হয় ১৯৯৩ সালের ১ জানুয়ারি থেকে।
-
বর্তমানে AFTA এর সদস্য সংখ্যা ১০টি, যেগুলো হলো:
-
মালয়েশিয়া
-
ইন্দোনেশিয়া
-
ফিলিপাইন
-
সিঙ্গাপুর
-
ভিয়েতনাম
-
কম্বোডিয়া
-
লাওস
-
থাইল্যান্ড
-
ব্রুনাই
-
মায়ানমার
-
AFTA এর মাধ্যমে এসব দেশ নিজেদের মধ্যে শুল্কহার হ্রাস ও বাণিজ্য অক্ষমতা দূর করে মুক্ত বাণিজ্য পরিবেশ সৃষ্টি করছে।
উৎস: আসিয়ান ওয়েবসাইট

0
Updated: 3 months ago