A
৪৮টি
B
৫০টি
C
৫২টি
D
৫৪টি
উত্তরের বিবরণ
আফ্রিকা মহাদেশ
অবস্থান ও আয়তন:
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ।
মধ্যভাগ দিয়ে বিষুবরেখা (নিরক্ষরেখা) অতিক্রম করে।
আয়তন: ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
সীমান্ত:
উত্তর: ভূ-মধ্যসাগর
দক্ষিণ: দক্ষিণ মহাসাগর
পূর্ব: ভারত মহাসাগর ও লোহিত সাগর
পশ্চিম: আটলান্টিক মহাসাগর
দেশ ও আয়তন অনুযায়ী তথ্য:
আফ্রিকায় মোট ৫৪টি দেশ অবস্থিত।
আয়তনে সবচেয়ে বড় দেশ: আলজেরিয়া
আয়তনে সবচেয়ে ছোট দেশ: সিচেলিস
বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা
মহাদেশ দেশের সংখ্যা
আফ্রিকা ৫৪
এশিয়া ৪৮
ইউরোপ ৪৪
উত্তর আমেরিকা ২৩
অস্ট্রেলিয়া/ওশেনিয়া ১৪
দক্ষিণ আমেরিকা ১২
তথ্যসূত্র: worldatlas.com

0
Updated: 3 days ago
আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa-তে কোন দেশটি অবস্থিত?
Created: 3 months ago
A
ইথিওপিয়া
B
নাইজেরিয়া
C
কেনিয়া
D
সুদান
ইথিওপিয়া
-
ইথিওপিয়া আফ্রিকার একটি রাষ্ট্র।
-
এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বদিকে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান এবং দক্ষিণে রয়েছে কেনিয়া।
-
পূর্বে দেশটি 'আবিসিনিয়া' নামে পরিচিত ছিল।
-
রাজধানী ও বৃহত্তম শহর: আদ্দিস আবাবা।
-
শাসনব্যবস্থা: ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক।
-
আইনসভা দুটি কক্ষে বিভক্ত:
-
উচ্চকক্ষ: হাউজ অব ফেডারেশন
-
নিম্নকক্ষ: হাউজ অব পিপলস রিপ্রেজেন্টেটিভস
-
-
মুদ্রার নাম: বির
-
সরকারি ভাষা: আমহারি
অতিরিক্ত তথ্য:
-
আফ্রিকার পূর্বাঞ্চলের 'আফ্রিকার শিং' (Horn of Africa) অঞ্চলে ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি ও সোমালিয়া অন্তর্ভুক্ত।
তথ্যসূত্র:
i) World Atlas
ii) Britannica

0
Updated: 3 months ago