A
চীন
B
পারস্য
C
ইনকা
D
মায়া
উত্তরের বিবরণ
পারস্য (Persia)
বর্তমান নাম: ইরান
নাম পরিবর্তন: পারস্যের নামকরণ ‘ইরান’ করা হয় ২১ মার্চ, ১৯৩৫ সালে।
ধর্ম: পারস্য সভ্যতার প্রধান ধর্ম ছিল জরথুস্ত্রবাদ।
প্রতিষ্ঠাতা: জরথুস্ত্র, আবির্ভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
রাষ্ট্রীয় মর্যাদা: সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের আমলে জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা পায়।
বৈশিষ্ট্য:
একেশ্বরবাদে বিশ্বাসী ধর্ম।
বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথুস্ত্র ধর্মের গভীর প্রভাব লক্ষ্য করা যায়।
প্রধান দেবতা: আছর মাজদা।
ধর্মগ্রন্থ: জেন্দাবেস্তা।
তথ্যসূত্র: ব্রিটানিকা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (ষষ্ঠ শ্রেণী), উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস: প্রথমপত্র (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)

0
Updated: 3 days ago