A
গ্রিসে
B
যুক্তরাজ্যে
C
চীনে
D
ইতালিতে
উত্তরের বিবরণ
গণতন্ত্রের সূচনা (সংক্ষিপ্ত নোট আকারে)
উৎপত্তি:
'গণতন্ত্র' শব্দটি এসেছে ইংরেজি Democracy থেকে।
গ্রিক শব্দ Demos = জনগণ, Kritos = শাসন বা কর্তৃত্ব।
অর্থাৎ জনগণের শাসনই গণতন্ত্র।
ঐতিহাসিক পটভূমি:
খ্রিস্টপূর্ব ৫ম শতকে সলোন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন।
প্রথম গণতন্ত্রের সূচনা হয় গ্রিসের এথেন্স নগররাষ্ট্রে।
এথেন্সকে গণতন্ত্রের জন্মস্থান বলা হয়।
বিশেষত্ব:
গ্রিক সভ্যতার এথেন্স ছিল প্রগতিশীলতার ধারক।
জনগণ সরাসরি রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতো।
তথ্যসূত্র: ব্রিটানিকা ও কালের কণ্ঠ, ১৯ সেপ্টেম্বর ২০১৮।

0
Updated: 3 days ago