ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি (ABM) স্বাক্ষরের স্থান কোনটি?
A
নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
B
মস্কো, রাশিয়া
C
প্যারিস, ফ্রান্স
D
ভিয়েনা, অস্ট্রিয়া
উত্তরের বিবরণ
Anti-Ballistic Missile Treaty (ABM Treaty)
পূর্ণরূপ: Anti-Ballistic Missile Treaty (ABM Treaty)
ধরণ: ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি
স্বাক্ষরকারী দেশ: যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়ন
অন্য নাম: Treaty on the Limitation of Anti-Ballistic Missile Systems
মূল তথ্য:
স্বাক্ষরের তারিখ: ২৬ মে, ১৯৭২
কার্যকর তারিখ: ৩ অক্টোবর, ১৯৭২
স্বাক্ষরের স্থান: মস্কো, রাশিয়া
বিষয়: দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ
চুক্তি বাতিল: ২০০২ সাল
তথ্যসূত্র: ব্রিটানিকা, History.com

0
Updated: 1 month ago
নিম্নের কোন চুক্তির ফলশ্রুতিতে 'আন্তর্জাতিক শ্রম সংস্থা' প্রতিষ্ঠা লাভ করে?
Created: 1 week ago
A
লন্ডন চুক্তি
B
ভার্সাই চুক্তি
C
জেনেভা চুক্তি
D
প্যারিস চুক্তি
ILO (International Labour Organization) এর বিষয়টি শ্রম, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক শ্রম নীতির সাথে সম্পর্কিত। এটি ১৯১৯ সালে ভার্সাই চুক্তির পর প্রতিষ্ঠিত হয়,
যা বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শ্রমিকদের অধিকার রক্ষা ও মান উন্নয়নের জন্য তৈরি হয়েছিল। পরবর্তীতে, ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বর ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
-
Full form: International Labour Organization
-
প্রতিষ্ঠা: ১৯১৯, ভার্সাই চুক্তির পর
-
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি: ১৪ ডিসেম্বর ১৯৪৬
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৮৭ দেশ
-
বাংলাদেশের সদস্যপদ: ২২ জুন ১৯৭২
-
নোবেল শান্তি পুরস্কার: ১৯৬৯ সালে ILO এই পুরস্কার লাভ করে

0
Updated: 1 week ago
OSCE (Organization for Security and Cooperation in Europe)-এর সূচনা হয় কোন চুক্তির মাধ্যমে?
Created: 2 weeks ago
A
হেলসিঙ্কি চুক্তি
B
প্যারিস চুক্তি
C
ব্রাসেলস চুক্তি
D
বুদাপেস্ট চুক্তি
OSCE
-
পূর্ণরূপ: The Organisation for Security and Co-Operation in Europe
-
প্রকার: ইউরোপের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংগঠন
-
সদস্য দেশ: ৫৭টি
-
প্রতিষ্ঠা: ১৯৭৫ (হেলসিঙ্কি চুক্তির মাধ্যমে)
-
সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
বর্তমান মহাসচিব: ফেরিদুন এইচ. সিনিরলিওগলু (তুরস্ক)
বিশেষ তথ্য:
-
১৯৭০-এর দশকে ডিটেনটে পর্ব চলাকালীন, পূর্ব ও পশ্চিমের মধ্যে সংলাপের জন্য Conference on Security and Cooperation in Europe (CSCE) প্রতিষ্ঠিত হয়।
-
১৯৭৫ সালের হেলসিঙ্কি চুক্তি CSCE-কে বহুপাক্ষিক ফোরাম হিসেবে প্রতিষ্ঠিত করে, যা রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, পরিবেশগত এবং মানবাধিকার বিষয়ক প্রতিশ্রুতি প্রদান করেছিল।
-
১৯৯০ সালের প্যারিস শীর্ষ সম্মেলন CSCE-কে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলে।
-
১৯৯৪ সালের বুদাপেস্ট শীর্ষ সম্মেলন-এ CSCE-এর নাম পরিবর্তন করে OSCE রাখা হয়।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি জৈব নিরাপকিয়েটো প্রটোকলত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি?
Created: 3 weeks ago
A
কিয়েটো প্রটোকল
B
কার্টাগেনা প্রটোকল
C
নাগোয়া প্রটোকল
D
বাসেল কনভেনশন
কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
-
পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity
-
প্রকৃতি: জৈব নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি
-
গৃহীত: ২৯ জানুয়ারি, ২০০০
-
কার্যকর: ১১ সেপ্টেম্বর, ২০০৩
-
স্বাক্ষরকারী দেশ: ১৭৩টি
অন্য প্রাসঙ্গিক চুক্তি:
-
কিয়েটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক
-
নাগোয়া প্রটোকল: বন্য প্রাণী সংরক্ষণ প্রটোকল

0
Updated: 3 weeks ago