A
হৃত
B
বহির্ভূত
C
ভিন্ন
D
বিশেষ
উত্তরের বিবরণ
উপসর্গের ব্যবহার
-
বে + আইন = বেআইন → এখানে ‘বে’ উপসর্গটির অর্থ ‘বহির্ভূত’।
আরো উদাহরণ:
-
বে + দখল = বেদখল → ‘বে’ উপসর্গের অর্থ ‘হৃত’।
-
বি + ভুঁই = বিভুঁই → ‘বি’ উপসর্গের অর্থ ‘ভিন্ন’।
-
বি + জ্ঞান = বিজ্ঞান → ‘বি’ উপসর্গের অর্থ ‘বিশেষ’।
-
বি + বর্ণ = বিবর্ণ → ‘বি’ উপসর্গের অর্থ ‘অভাব’।
-
বি + চরণ = বিচরণ → ‘বি’ উপসর্গের অর্থ ‘গতি’।
-
বি + কার = বিকার → ‘বি’ উপসর্গের অর্থ ‘অপ্রকৃতস্থ’।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।

0
Updated: 3 days ago
উপসর্গ কোনটি?
Created: 1 month ago
A
অতি
B
থেকে
C
চেয়ে
D
দ্বারা
• ‘অতি’ তৎসম উপসর্গের উদাহরণ।
অন্যদিকে,
থেকে, চেয়ে, দ্বারা অনুসর্গের উদাহরণ।
---------------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।
• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।
• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।
• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
কোন উপসর্গটি 'বিশেষ' অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 weeks ago
A
উপনেতা
B
উপভোগ
C
উপগ্রহ
D
উপসাগর
‘উপ’ উপসর্গের ব্যবহার
-
উপভোগ শব্দে ‘উপ’ উপসর্গটি ‘বিশেষ’ অর্থে ব্যবহৃত হয়েছে।
-
অন্যদিকে, উপনেতা, উপসাগর, উপগ্রহ প্রভৃতি শব্দে ‘উপ’ উপসর্গটি ‘ক্ষুদ্র’ অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ — ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
'অপ' কী ধরনের উপসর্গ?
Created: 4 weeks ago
A
সংস্কৃত
B
বাংলা
C
বিদেশি
D
মিশ্র
● ‘অপ’ একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ।
● উপসর্গ
যে শব্দাংশগুলো মূল ধাতুর আগে বসে নতুন শব্দ তৈরি করে, সেগুলোকে উপসর্গ বলে।
● বাংলা ভাষার উপসর্গ তিন প্রকার
১. খাঁটি বাংলা উপসর্গ
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ
৩. বিদেশি উপসর্গ
● খাঁটি বাংলা উপসর্গ
বাংলা ভাষার নিজস্ব উপসর্গগুলোকেই খাঁটি বাংলা উপসর্গ বলে।
এই ধরনের উপসর্গ মোট ২১টি। যেমন:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
🔹 এদের মধ্যে আ, সু, বি, নি উপসর্গ তৎসম শব্দেও দেখা যায়।
● সংস্কৃত বা তৎসম উপসর্গ
সংস্কৃত ভাষা থেকে নেওয়া যেসব উপসর্গ বাংলায় ব্যবহৃত হয়, তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলা হয়।
এই ধরনের উপসর্গ মোট ২০টি। যেমন:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ
● বিদেশি উপসর্গ
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি ইত্যাদি ভাষা থেকে কিছু উপসর্গ বাংলায় এসেছে।
এসব উপসর্গকে বিদেশি উপসর্গ বলে।
এই উপসর্গগুলোর নির্দিষ্ট সংখ্যা নেই।
উদাহরণ
-
আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে, খয়ের
-
ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম
-
উর্দু উপসর্গ: হর
-
ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি – ড. হায়াৎ মামুদ

0
Updated: 4 weeks ago