A
অধিকরণে ৭মী
B
কর্মে শূন্য
C
করণে ৭মী
D
অধিকরণে শূন্য
উত্তরের বিবরণ
করণ কারক
-
সংজ্ঞা: যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে করণ কারক বলা হয়।
-
অর্থাৎ, ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ক করণ কারক।
-
সহজভাবে বলতে গেলে, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই করণ কারক।
একবচনে ব্যবহৃত ৭মী বিভক্তি: এ, য়, তে, এতে ইত্যাদি।
উদাহরণ বাক্য:
মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ।
-
প্রশ্ন: কিসের দ্বারা ঢেকে গেছে?
-
উত্তর: মেঘে মেঘে
-
এখানে ‘মেঘে মেঘে’ করণ কারক হিসেবে ৭মী বিভক্তি ধারণ করছে।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
ভাষাশিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 days ago
‘আমার গানের মালা আমি করব কারে দান।’ বাক্যটিতে ‘কারে’—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
Created: 1 month ago
A
কর্তায় সপ্তমী
B
কর্মে সপ্তমী
C
করণে সপ্তমী
D
অপাদানে সপ্তমী
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্ম কারক বলে। ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক হয়।

0
Updated: 1 month ago
‘পড়ায় আমার মন বসে না’- এখানে ‘পড়ায়’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 2 weeks ago
A
কর্মকারকে ৭মী বিভক্তি
B
অধিকরণ কারকে ৭মী বিভক্তি
C
অপাদান কারকে ৭মী বিভক্তি
D
করণ কারকে ৭মী বিভক্তি
‘পড়ায় আমার মন বনে না’ – এখানে ‘পড়ায়’ কর্ম কারকে ৭মী বিভক্তি। কিসে প্রশ্ন করলে ‘পড়া’ পাওয়া যায় যেহেতু এটি কর্মকারক।

0
Updated: 2 weeks ago
‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 4 weeks ago
A
করণে ৭মী
B
কর্মে ৭মী
C
অপাদানে ৭মী
D
অধিকরণে ৭মী
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্ম কাকে বলে। কর্ম দুপ্রকার: মুখ্যকর্ম গৌণকর্ম। যেমন: বাবা আমাকে (গৌণকর্ম) একটি কলম (মুখ্যকর্ম) কিনে দিয়েছেন। সপ্তমী বিভক্তির আকৃতি (একবচনে) এ, (য়), য়, তে, এতে। (বহুবচনে) দিগে, দিগেতে, গুলিতে, গণে, গুলির মধ্যে, গুলোতে, গুলোর মধ্যে।

0
Updated: 4 weeks ago