'NPT' চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় কত সালে?
A
১৯৬৬ সালে
B
১৯৬৭ সালে
C
১৯৬৮ সালে
D
১৯৬৯ সালে
উত্তরের বিবরণ
NPT চুক্তি (সংক্ষিপ্ত নোট আকারে)
পূর্ণরূপ: Nuclear Non-Proliferation Treaty (NPT)
অর্থ: পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি
স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮
কার্যকর হয়: ৫ মার্চ, ১৯৭০
স্বাক্ষরিত দেশ: ১৯১টি (আগস্ট, ২০২৫ পর্যন্ত)
গুরুত্বপূর্ণ তথ্য:
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র: ৯টি
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইসরায়েল ও উত্তর কোরিয়া।
বাংলাদেশ NPT-তে স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯
তথ্যসূত্র: Arms Control Association ওয়েবসাইট & UNODA ওয়েবসাইট

0
Updated: 1 month ago
ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি কবে সম্পাদিত হয়?
Created: 3 weeks ago
A
১৯৬০
B
১৯৬৬
C
১৯৭৪
D
১৯৭৫
সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে পানিসম্পদ বণ্টনের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমঝোতা, যা ১৯৬০ সালে সম্পাদিত হয়। এই চুক্তি মূলত উজান থেকে নেমে আসা নদীগুলোর পানির ব্যবহারকে নির্দিষ্ট নিয়মে ভাগ করে দেয়। নিচে এর প্রধান বিষয়গুলো তুলে ধরা হলো:
-
চুক্তির নাম: সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি (Indus Waters Treaty)
-
চুক্তি স্বাক্ষরের তারিখ: ১৯ সেপ্টেম্বর, ১৯৬০
-
চুক্তি স্বাক্ষরের স্থান: করাচি, পাকিস্তান
-
মধ্যস্থতাকারী: বিশ্বব্যাংক (World Bank)
-
চুক্তি স্বাক্ষরকারী: ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান
-
এই চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার ছয়টি নদী দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া হয়।
-
ভারতকে দেওয়া হয় তিনটি পূর্বাঞ্চলীয় নদীর নিয়ন্ত্রণ: ইরাবতী (Ravi), বিপাশা (Beas), এবং শতদ্রু (Sutlej)।
-
পাকিস্তানকে দেওয়া হয় তিনটি পশ্চিমাঞ্চলীয় নদীর নিয়ন্ত্রণ: সিন্ধু (Indus), ঝিলম (Jhelum), এবং চেনাব (Chenab)।
-
পশ্চিমাঞ্চলীয় নদীগুলো পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো পাকিস্তানে মোট পানির প্রায় ৮০% সরবরাহ করে।
-
চুক্তি অনুযায়ী পাকিস্তান পায় প্রায় ৭০% পানি, আর ভারত পায় প্রায় ৩০% পানি।
-
চুক্তিটি একতরফাভাবে স্থগিত বা বাতিল করার সুযোগ নেই। বরং এতে বিরোধ নিষ্পত্তির সুস্পষ্ট ব্যবস্থা রাখা হয়েছে।

0
Updated: 3 weeks ago
ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
Created: 3 months ago
A
দার্জিলিং
B
কোলকাতা
C
নয়াদিল্লি
D
ঢাকা
গঙ্গা নদী ভারতের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ তিনটি রাজ্য—উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ—পেরিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করার পর এই নদী পদ্মা নামে পরিচিত। শেষমেশ, এটি গোয়ালন্দের কাছাকাছি এসে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়।
গঙ্গার পানি প্রবাহ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ভারত ১৯৫১ সালে ফারাক্কা বাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। এর বাস্তব নির্মাণ কাজ শুরু হয় ১৯৬১ সালে এবং প্রাথমিক কাঠামো ১৯৭০ সালের মধ্যে সম্পন্ন হয়। তবে কার্যকর ব্যবহারের উপযোগী করে তুলতে এর সম্পূর্ণ নির্মাণ শেষ হয় ১৯৭৪ সালের ডিসেম্বর মাসে।
অবশেষে, ১৯৭৫ সালের ২১ এপ্রিল ফারাক্কা বাঁধ চালু করা হয়। মূলত কলকাতা বন্দরের সচলতা নিশ্চিত করতে এবং হুগলী নদীতে পর্যাপ্ত পানি প্রবাহ বজায় রাখতে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল।
কিন্তু ফারাক্কা বাঁধ চালুর পর বাংলাদেশে গঙ্গার পানি প্রবাহ কমে যেতে শুরু করে, যা পরিবেশ ও কৃষি ক্ষেত্রে গুরুতর প্রভাব ফেলে। এর পরিপ্রেক্ষিতে দুই প্রতিবেশী রাষ্ট্র—বাংলাদেশ ও ভারত—
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশ নির্ধারিত সময় অনুযায়ী গঙ্গার পানি ভাগাভাগি করার নীতিতে একমত হয়। চুক্তিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে।
তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া, বিবিসি বাংলা

0
Updated: 3 months ago
১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
২
B
৩
C
৪
D
৫
১৭৮৩ সালের প্যারিস ও ভার্সাই চুক্তি
১৭৮৩ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ করতে প্যারিসে চারটি চুক্তি স্বাক্ষরিত হয়, যেগুলো একত্রে প্যারিস চুক্তি (Treaty of Paris) বা পিস অব প্যারিস নামে পরিচিত। এই চারটি চুক্তির মধ্যে দুটি প্যারিসে এবং দুটি ভার্সাইয়ে স্বাক্ষরিত হয়। মূল চুক্তিটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে হয়েছিল, যেখানে ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসেও কিছু চুক্তি স্বাক্ষরিত হয়।
শান্তি আলোচনার প্রক্রিয়া:
-
১৭৭৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেস যুক্তরাজ্যের সঙ্গে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে আলোচনায় বসে।
-
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ছিলেন: জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
-
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চুক্তির খসড়া তৈরি করেন।
চুক্তি স্বাক্ষরের তথ্য:
-
তারিখ: ৩ সেপ্টেম্বর, ১৭৮৩
-
স্থান: প্যারিস, ফ্রান্স
-
স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে, এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে লর্ড শেলবর্ন।
-
চুক্তি সংখ্যা: ৪টি
ফলাফল:
-
এই চুক্তির ফলে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শেষ হয়।
-
পক্ষে থাকা রাষ্ট্রগুলো: যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস।
উৎস: History.com

0
Updated: 1 month ago