অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
A
ওয়েলিংটন
B
সিডনি
C
ক্যানবেরা
D
পার্থ
উত্তরের বিবরণ
অস্ট্রেলিয়া:
-
অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
-
এটি দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত।
-
আয়তন: ২,৯৬৮,৩৮৫ বর্গ মাইল (৭,৬৮৮,১২৬ বর্গ কিমি)।
-
আয়তনের দিক থেকে এটি পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
-
রাজধানী: ক্যানবেরা।
-
সরকারি ভাষা: ইংরেজি।
-
প্রধান ধর্ম: খ্রিস্টধর্ম।
-
মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
-
ডার্লিং-মারে নদী ব্যবস্থা অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী ব্যবস্থা।
-
পৃথিবীর সবচেয়ে বড় প্রবালপ্রাচীর ব্যবস্থা গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
-
অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান ভূখণ্ডে বিভক্ত।
-
দুটি প্রধান ভূখণ্ড হলো: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
-
মেলবোর্ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
দক্ষিণ আফ্রিকার নির্বাহী রাজধানী কোনটি?
Created: 1 month ago
A
প্রিটোরিয়া
B
কেপ টাউন
C
ব্লুমফন্টেইন
D
জোহানেসবার্গ
দক্ষিণ আফ্রিকা (South Africa)
রাষ্ট্র ও প্রশাসনিক নাম: Republic of South Africa
রাজধানী:
নির্বাহী: প্রিটোরিয়া (Pretoria)
সংসদীয়: কেপ টাউন (Cape Town)
বিচার বিভাগীয়: ব্লুমফন্টেইন (Bloemfontein)
আইনসভা: দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট
উচ্চকক্ষ: National Council
নিম্নকক্ষ: National Assembly
মুদ্রা: র্যান্ড (Rand)
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago
বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কোনটি?
Created: 1 week ago
A
কনস্টান্টিনোপল
B
অ্যান্টিওক
C
আলেকজান্দ্রিয়া
D
কার্থেজ
বাইজেন্টাইন সাম্রাজ্য প্রায় ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল এবং এটি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা ছিল। ১৫ শতকে অটোমান তুর্কির আক্রমণে পতনের আগে, বাইজেন্টাইন সাম্রাজ্য রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয়ভাবে বিশ্বের একটি প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।
-
বাইজেন্টাইন সাম্রাজ্যকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
-
৪৭৬ সালে রোমের পতনের পর, রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেককে বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালনা করা হয়।
-
রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
-
সাম্রাজ্যের অঞ্চলটি মূলত ভূমধ্যসাগরের আশেপাশে বিস্তৃত ছিল, বর্তমানে যা অন্তর্ভুক্ত করে ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
-
এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান, যিনি আইনি সংস্কার ও স্থাপত্যের জন্য বিখ্যাত।
-
১৪ শতকে অটোমান তুর্কিরা ক্রমে অঞ্চলটি দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল পড়ে অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

0
Updated: 1 week ago
হেলসিংকি কোন দেশের রাজধানী?
Created: 3 months ago
A
সুইডেন
B
নরওয়ে
C
ফিনল্যান্ড
D
পোল্যান্ড
ফিনল্যান্ড
- ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত।
- ফিনল্যান্ডের সীমানায় রয়েছে সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং বাল্টিক সাগর।
- রাজধানী: হেলসিঙ্কি।
- আইনসভা: এডুসকুন্টা।
- মুদ্রা: ইউরো।
উল্লেখ্য,
- ফিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হয়।
- দেশটি 'হাজার হ্রদের দেশ' হিসেবে পরিচিত। ফিনল্যান্ডে প্রায় ৫৬,০০০ হ্রদ রয়েছে।
অন্যদিকে,
- নরওয়ের রাজধানী অসলো।
- সুইডেনের রাজধানী স্টকহোম।
- পোল্যান্ডের রাজধানী ওয়ারশ।
উৎস: Britannica.

0
Updated: 3 months ago