A
প্রশ্নবাচক
B
অনুজ্ঞাবাচক
C
আবেগবাচক
D
বিস্ময়বাচক
উত্তরের বিবরণ
অনুজ্ঞাবাচক বাক্য: আদেশ, নিষেধ, অনুরােধ, প্রার্থনা ইত্যাদি বােঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন- • আমাকে একটি কলম দাও। • তার মঙ্গল হােক। • আমাকে একটু জল দাও। • বিপদে ধৈর্য ধর। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।

0
Updated: 3 days ago
কোনটি অনুজ্ঞা?
Created: 1 month ago
A
তুমি গিয়েছিলে
B
তুমি যাও
C
তুমি যাচ্ছিলে
D
তুমি যাচ্ছ
অধিকার বা অনুরোধ প্রকাশ করে এমন বাক্যকে অনুজ্ঞাবাচক বাক্য বলা হয়। এই ধরনের বাক্যে আদেশ, অনুরোধ, পরামর্শ বা প্রার্থনার অর্থ নিহিত থাকে।
উদাহরণস্বরূপ:
-
তুমি চলে যাও।
-
কাজটি সম্পন্ন কর।
-
সব সময় সত্য কথা বলো।
এসব বাক্যে নির্দেশনা বা আবেদন স্পষ্টভাবে ফুটে ওঠে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago