কোন দোকানের একটি শেলফে কলমের বক্সের অবস্থান বাম থেকে ২৩ তম ও ডান থেকে ১২ তম। ঐ শেলফ এ মোট কতটি বক্স আছে?
A
৩২
B
২৭
C
৩৪
D
৩৮
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন দোকানের একটি শেলফে কলমের বক্সের অবস্থান বাম থেকে ২৩ তম ও ডান থেকে ১২ তম। ঐ শেলফে মোট কতটি বক্স আছে?
সমাধান:
দোকানের শেলফে,
কলমের বক্স এর অবস্থান বাম থেকে ২৩ তম হলে বাম দিকে আরও ২২ টি বক্স আছে ।
আবার ডান দিক থেকে ১২ তম হলে ডান দিকে আর ১১ টি বক্স রয়েছে।
তাহলে,
ঐ শেলফে মোট বক্স এর সংখ্যা হবে = ২২+১১+১ =৩৪ টি।

0
Updated: 2 months ago