A
হাতঘরি
B
আলুসিদ্ধ
C
মাথায়পাগড়ি
D
চতুর্ভুজ
উত্তরের বিবরণ
অলুক বহুব্রীহি সমাস
-
সংজ্ঞা: যে বহুব্রীহি সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না, তাকে অলুক বহুব্রীহি সমাস বলা হয়।
-
উদাহরণ:
-
মাথায় পাগড়ি যার → মাথায়পাগড়ি
-
গায়ে এসে পড়ে যে → গায়ে পড়া
-
অন্যান্য সমাসের উদাহরণ:
-
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: হাতে পরা হয় যে ঘড়ি → হাতঘড়ি
-
কর্মধারয় সমাস: সিদ্ধ যে আলু → আলুসিদ্ধ
-
সংখ্যাবাচক বহুব্রীহি সমাস: চার ভুজ যে ক্ষেত্র → চতুর্ভুজ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 days ago
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ
Created: 2 days ago
A
প্রভাত
B
স্বজন
C
বিমনা
D
নির্বিঘ্ন
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

0
Updated: 1 day ago
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?
Created: 1 month ago
A
জনশ্রুতি
B
অনমনীয়
C
খাসমহল
D
তপোবন
বহুব্রীহি সমাস
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনােটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনাে পদকে বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- দশ আনন যার - দশানন।
[এখানে ‘দশ’ বা ‘আনন’ (অর্থাৎ মুখ) পদের অর্থ বোঝানো হয়নি। লঙ্কার রাজা রাবণের দশটি মাথা থাকায় তার নাম দশানন, এখানে মূলত ‘দশ আনন যার’ বলতে লঙ্কার রাজা রাবণকে বোঝানো হয়েছে।]
এরূপকিছু উদাহরণ হলো:
• জনের মুখ হতে শ্রুত যা - জনশ্রুতি।
• দশহজ পরিমাণ যার - দশগজি।
• ধর্মে বুদ্ধি যার - ধর্মবুদ্ধি।
• নীল কণ্ঠ যার - নীলকণ্ঠ।
• চার পদ আছে যার - চতুষ্পদী।
অন্যদিকে,
• ব্যাসবাক্য অনুসারে ‘অনমনীয়’ শব্দটি নঞ্ বহুব্রীহি ও নঞ্ তৎপুরুষ উভয় সমাসই হয়।
যেমন:
- নয় নমনীয় যা - অনমনীয় (নঞ্ বহুব্রীহি সমাস)।
- নয় নমনীয় - অনমনীয় (নঞ্ তৎপুরুষ) সমাস।
• খাস যে মহল - খাসমহল; কর্মধারয় সমাস।
• তপের নিমিত্ত বন - তপোবন; এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ।
• ব্যাসবাক্য বিবেচনায় বহুব্রীহি সমাসবদ্ধ পদ হচ্ছে ‘জনশ্রুতি’। সুতরাং সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর অপশন ‘ক’ জনশ্রুতি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
'কালােবরণ' শব্দটি কোন সমাস?
Created: 1 week ago
A
কর্মধারয়
B
বহুব্রীহি
C
তৎপুরুষ
D
অব্যয়ীভাব
সমানাধিকরণ বহুব্রীহি সমাস:
-
যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়ে থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলা হয়।
-
উদাহরণ:
-
কালো বরণ যার → কালোবরণ
-
পোড়া কপাল যার → পোড়াকপালে
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 week ago