A
গুণ বিশেষ্য
B
জাতিবাচক
C
সমষ্টিবাচক
D
ভাববাচক
উত্তরের বিবরণ
বিশেষ্য
-
সংজ্ঞা: কোনো কিছুর নামকে বিশেষ্যপদ বলা হয়।
-
বিশেষ্যের ছয় প্রকার:
১. নাম-বিশেষ্য
২. জাতি-বিশেষ্য
৩. বস্তু-বিশেষ্য
৪. সমষ্টি-বিশেষ্য
৫. গুণ-বিশেষ্য
৬. ক্রিয়া-বিশেষ্য
সমষ্টি-বিশেষ্য:
-
এ ধরনের বিশেষ্য দিয়ে ব্যক্তি বা প্রাণীর সমষ্টিকে বোঝানো হয়।
-
উদাহরণ: জনতা, পরিবার, ঝাঁক, বহর, বাহিনী, মিছিল ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 3 days ago
কোনটি বিশেষ্য পদ?
Created: 3 months ago
A
ঐচ্ছিক
B
ইচ্ছা
C
সুন্দর
D
ইচ্ছুক
বিশেষ্য পদ – ইচ্ছা
অর্থ – অভিলাষ, রুচি, অভিপ্রায়।
বিশেষণ পদ – ইচ্ছুক, ঐচ্ছিক, সুন্দর।
উৎস – বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 3 months ago
নিচের কোনটি বিশেষ্য পদ?
Created: 1 week ago
A
জাত
B
গৈরিক
C
উদ্ধত
D
গাম্ভীর্য
গাম্ভীর্য (বিশেষ্য)
-
উৎস: সংস্কৃত
-
অর্থ:
-
গম্ভীর ভাব
-
চপলতার অভাব
-
প্রগাঢ়তা ইত্যাদি
-
-
বিশেষণ রূপ: গম্ভীর
অতিরিক্ত তথ্য:
-
‘জাত’ এবং ‘উদ্ধত’ শব্দগুলো বিশেষণ।
-
‘গৈরিক’ শব্দটি অর্থের প্রেক্ষিতে বিশেষ্য ও বিশেষণ উভয় রূপে ব্যবহার হতে পারে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago