A
অনুতাপ
B
দর্শনমাত্র
C
ক্ষুৎপিপাসা
D
অনুক্ষণ
উত্তরের বিবরণ
নিত্য সমাস
-
যে সমাসে সমস্যমান পদগুলো সর্বদা সমাসবদ্ধ থাকে এবং ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে নিত্য সমাস বলা হয়।
-
উদাহরণ:
-
কেবল দর্শন → দর্শনমাত্র
-
অন্য গৃহ → গৃহান্তর
-
কাল তুল্য সাপ → কালসাপ
-
দুই এবং নব্বই → বিরানব্বই
-
অন্য গ্রাম → গ্রামান্তর
-
অন্যান্য সমাসের উদাহরণ:
-
অনুতাপ-প্রাদি সমাস: ক্ষুধা ও পিপাসা → ক্ষুৎপিপাসা
-
দ্বন্দ্ব সমাস: ক্ষণ ক্ষণ → অনুক্ষণ
-
অব্যয়ীভাব সমাস
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 3 days ago
কোনটি নিত্য সমাসের উদাহরণ?
Created: 2 weeks ago
A
অন্যগৃহ
B
মিলের অভাব
C
স্ত্রী’র অভাব
D
প্রকৃষ্ট গতি
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাস বদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন - অন্য গ্রাম = গ্রামান্তর।

0
Updated: 2 weeks ago
নিচের কোনটি নিত্য সমাস?
Created: 1 month ago
A
পঞ্চনদ
B
বেয়াদব
C
দেশান্তর
D
ভালোমন্দ
পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ (দ্বিগু সমাস)। আদবের অভাব = বেয়াদব (অব্যয়ীভাব সমাস)। অন্যদেশ = দেশান্তর (নিত্য সমাস) । ভালো ও মন্দ = ভালোমন্দ (দ্বন্দ্ব সমাসের উদাহরণ)।

0
Updated: 1 month ago
'কালসাপ' কোন সমাস?
Created: 2 hours ago
A
নিত্য সমাস
B
প্রাদি সমাস
C
কর্মধারয় সমাস
D
উপপদ তৎপুরুষ
নিত্যসমাস:
-
সংজ্ঞা: যে সমাসে সমস্যমান পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে এবং ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাকে নিত্যসমাস বলে।
-
অর্থ বিশদ করতে তদার্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগ করা প্রয়োজন হয়।
উদাহরণ:
-
(বিষাক্ত) কাল (যম) তুল্য (কাল বর্ণের নয়) সাপ = কালসাপ
-
অন্য গ্রাম = গ্রামান্তর
-
কেবল দর্শন = দর্শনমাত্র
-
অন্য গৃহ = গৃহান্তর
-
তুমি আমি ও সে = আমরা
-
দুই এবং নব্বই = বিরানব্বই
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 2 hours ago