ক ও খ দুইজন ব্যাক্তি যথাক্রমে ৩ মিটার ও ১ মিটার লম্বা দুইটি লাঠি নিয়ে মারামারি করছেন। লাঠি নড়াচড়া করতে কার সবচেয়ে কষ্ট কম হবে?
A
ক
B
খ
C
দুইজনেরই সমান কষ্ট হবে।
D
কারোরই কোন কষ্ট হবে না।
উত্তরের বিবরণ
প্রশ্ন: ক ও খ দুইজন ব্যাক্তি যথাক্রমে ৩ মিটার ও ১ মিটার লম্বা দুইটি লাঠি নিয়ে মারামারি করছেন। লাঠি নড়াচড়া করতে কার সবচেয়ে কষ্ট কম হবে?
সমাধান:
নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্যে একটি দ্বন্দ্বের প্রয়োজন হয়। এই দ্বন্দ্বের ভ্রামককে টর্ক (Torque) বলে।
ক এর হাতের লাঠির দৈর্ঘ্য বেশি হওয়ায় সেটির টর্ক বেশি হবে অর্থাৎ তা নড়াচড়া করতে ক এর কষ্ট বেশি হবে।
অন্যদিকে,
খ এর হাতের লাঠির দৈর্ঘ্য কম হওয়ায় সেটির টর্ক ও কম হবে। ফলে সেটি নড়াচড়া করতেও কষ্ট কম হবে।
অতএব লাঠি নড়াচড়া করতে খ এর সবচেয়ে কম কষ্ট হবে।

0
Updated: 2 months ago