A
Whether the nightingale is real or a spirit
B
Whether life is more joyful than death
C
Whether his visions were a dream or reality
D
Whether he can ever write again
উত্তরের বিবরণ
কবিতার শেষ লাইনে কিটস প্রশ্ন করেন—“Was it a vision, or a waking dream?” তিনি বুঝতে পারেন না, নাইটিঙ্গেলের গান ও কল্পনার অভিজ্ঞতা বাস্তব ছিল নাকি শুধু স্বপ্ন। এই অনিশ্চয়তা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য।

0
Updated: 3 days ago
In the poem, Keats calls Psyche—
Created: 4 days ago
A
“The queen of night”
B
“The latest-born and loveliest vision”
C
“The child of Apollo”
D
“The immortal bird”
কবিতার শুরুতেই কিটস সাইকিকে “latest-born and loveliest vision” বলে বর্ণনা করেন। এর মাধ্যমে তিনি বোঝান যে সাইকি ছিল গ্রিক পুরাণের শেষদিকের দেবী এবং সবচেয়ে সুন্দর। কিটস তাঁকে স্বপ্নের মতো মাধুর্যময় রূপে কল্পনা করেছেন।

0
Updated: 4 days ago
Which image does Keats use to describe Cupid and Psyche together?
Created: 4 days ago
A
A king and queen on a throne
B
A sailor and the sea
C
A shepherd and his sheep
D
Lovers lying in a secret garden
কিটস কিউপিড ও সাইকিকে একসঙ্গে একটি বাগানে বিশ্রামরত প্রেমিক-প্রেমিকা হিসেবে দেখিয়েছেন। এটি প্রেমের অন্তরঙ্গতা ও শান্তির প্রতীক। কবি কল্পনার মাধ্যমে প্রেমকে পবিত্র ও দেবত্বের উচ্চতায় উন্নীত করেছেন।

0
Updated: 4 days ago
Why will the trees on the urn “never be bare”?
Created: 4 days ago
A
Because they are magical
B
Because they are painted in books
C
Because art preserves them forever
D
Because gods protect them
আর্নের গাছগুলি কখনোই পাতা হারাবে না, কারণ তারা চিরকাল খোদাই করা রূপে থেকে যাবে। এভাবে শিল্প প্রকৃতিকে সময়ের ক্ষয় থেকে রক্ষা করে অমর করে তোলে।

0
Updated: 4 days ago