"আমাকে একটি কলম দাও।" — এটি কোন ধরনের বাক্য?
A
প্রশ্নবাচক
B
অনুজ্ঞাবাচক
C
আবেগবাচক
D
আবেগবাচক
উত্তরের বিবরণ
অনুজ্ঞাবাচক বাক্য
-
সংজ্ঞা: আদেশ, নিষেধ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাতে যে বাক্য ব্যবহৃত হয়, তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলা হয়।
-
উদাহরণ:
-
আমাকে একটি কলম দাও।
-
তার মঙ্গল হোক।
-
আমাকে একটু জল দাও।
-
বিপদে ধৈর্য ধর।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)

0
Updated: 1 month ago
'মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।' এটি একটি-
Created: 2 months ago
A
জটিল বাক্য
B
যৌগিক বাক্য
C
সরল বাক্য
D
মিশ্র বাক্য
১. সরল বাক্য
যে বাক্যে শুধুমাত্র একটি সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলা হয়।
উদাহরণ:
-
পাখিগুলো নীল আকাশে উড়ছে।
-
তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।
মুল বিষয়: একটিমাত্র ক্রিয়া থাকলে বাক্যটি সরল।
২. জটিল বাক্য
জটিল বাক্যে একটি বাক্য অন্য বাক্যের সঙ্গে নির্ভরশীল বা সাপেক্ষ থাকে।
এক্ষেত্রে কখনো কখনো ‘বলে’ বা অন্যান্য ক্রিয়াজাত অনুসর্গ যেমন: করে, থেকে, দিয়ে, ধরে, হতে ইত্যাদি ব্যবহৃত হয়।
মুল নিয়ম: ‘বলে’ যদি ক্রিয়া বোঝায় না, তবে এটি ক্রিয়াজাত অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে এবং বাক্যটি জটিল।
উদাহরণ:
-
মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।
-
তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি।
-
তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল।
মন্তব্য: অনেকেই জটিল ও মিশ্র বাক্যকে একেরূপ ধরে নেন। ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় মিশ্র বাক্যকে জটিলের সমার্থক বলেছেন, কিন্তু এটি পরীক্ষায় গ্রহণযোগ্য নয়।
ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ:
-
ভালো করে পড়াশোনা করো।
-
মন দিয়ে কাজ করো।
৩. যৌগিক বাক্য
যখন দুই বা ততোধিক নিরপেক্ষ বাক্য (সরল বা মিশ্র) একত্রিত হয়ে একটি পূর্ণাঙ্গ বাক্য গঠন করে, তখন তাকে যৌগিক বাক্য বলা হয়।
সাধারণত এই বাক্যগুলোকে সংযুক্ত করতে ব্যবহৃত হয় সংযোজক অব্যয় যেমন: এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি ইত্যাদি।
উদাহরণ:
-
ত্যাগ এবং জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
-
এখানে দুটি স্বতন্ত্র বাক্য আছে:
১. ত্যাগ মানুষকে মুক্তির পথে পরিচালিত করে।
২. জ্ঞান মানুষকে মুক্তির পথে পরিচালিত করে। -
সংযোজক: ‘এবং’
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 months ago
গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার?
Created: 1 month ago
A
৪ প্রকার
B
২ প্রকার
C
৩ প্রকার
D
৫ প্রকার
বাক্যের গঠন অনুযায়ী শ্রেণিবিভাগ
-
গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়:
১. সরল
২. জটিল
৩. যৌগিক -
সরল বাক্য:
-
যদি বাক্যে কেবল একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে।
-
উদাহরণ:
-
জেসমিন সবার জন্য চা বানিয়েছে।
-
-
-
জটিল বাক্য:
-
একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়।
-
উদাহরণ:
-
যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
-
-
-
যৌগিক বাক্য:
-
এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে।
-
উদাহরণ:
-
রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
-
-

0
Updated: 1 month ago
‘কৃতবিদ্য’ শব্দের ব্যাসবাক্য কোনটি?
Created: 2 months ago
A
কৃত যে বিদ্য
B
কৃত যে বিদ্যা
C
কৃত বিদ্যা যার
D
কৃত হয়েছে যার বিদ্যা
যে সমাসের সমস্তপদে পূর্বপদ ও পরপদের অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায় তাই বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরুপে ব্যবহৃত হয়। যেমন - বহু ব্রীহি (ধান) আছে যার। কৃত বিদ্যা যার - কৃতবিদ্য।

0
Updated: 2 months ago