A
A lover chasing his beloved
B
A sacrifice at an altar
C
A battle of soldiers
D
A piper playing music
উত্তরের বিবরণ
আর্নে দেখা যায় প্রেমিক-প্রেমিকা, সংগীতশিল্পী, উৎসর্গের দৃশ্য। কিন্তু যুদ্ধ বা সৈন্যদের যুদ্ধের কোনো বর্ণনা নেই। কিটস প্রকৃতির আনন্দ, প্রেম এবং ধর্মীয় জীবনের সৌন্দর্যই তুলে ধরেছেন।

0
Updated: 3 days ago
Which sound is part of Autumn’s “music”?
Created: 4 days ago
A
The cry of migrating swallows
B
The roar of lions
C
The whisper of fairies
D
The hammering of blacksmiths
শেষ স্তবকে শরতের সঙ্গীত ফুটে ওঠে। পোকামাকড়ের গুঞ্জন, মেষশাবকের ডাক, ক্রিকেটের গান, লালবুক রবিনের সিটি আর আকাশে ওড়া পাখির সুরে শরতের সংগীত গঠিত। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো “gathering swallows twitter in the skies।”

0
Updated: 4 days ago
What uncertainty ends the poem “Ode to a Nightingale”?
Created: 4 days ago
A
Whether the nightingale is real or a spirit
B
Whether life is more joyful than death
C
Whether his visions were a dream or reality
D
Whether he can ever write again
কবিতার শেষ লাইনে কিটস প্রশ্ন করেন—“Was it a vision, or a waking dream?” তিনি বুঝতে পারেন না, নাইটিঙ্গেলের গান ও কল্পনার অভিজ্ঞতা বাস্তব ছিল নাকি শুধু স্বপ্ন। এই অনিশ্চয়তা রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য।

0
Updated: 3 days ago
The Grecian Urn is called—
Created: 4 days ago
A
“The voice of gods”
B
“Thou still unravish’d bride of quietness”
C
“The destroyer of time”
D
“The queen of art”
কবিতার শুরুতেই কিটস আর্নকে “still unravish’d bride of quietness” বলে উল্লেখ করেন। এখানে আর্নকে এক চিরকুমারী কনের মতো কল্পনা করা হয়েছে, যে সময় ও পরিবর্তনের ঊর্ধ্বে দাঁড়িয়ে আছে। এটি শিল্পের অমরত্বের প্রতীক।

0
Updated: 4 days ago