A
পৃথ্বী
B
মেদিনী
C
প্রাণদ
D
ধরিত্রী
উত্তরের বিবরণ
পৃথিবী এর সমার্থক শব্দঃ ভূ, পৃথ্বী, জগৎ, বিশ্ব, ভূবন, দুনিয়া, বসুন্ধরা, ধরা, ধরণী, ধরিত্রী, ধরাতল প্রাণদ মানে প্রাণ দানকারী বা রক্ষাকারী।

0
Updated: 2 days ago
১৩) 'রাজীব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
পানি
B
পদ্ম
C
মেঘ
D
বৃক্ষ
রাজীব [বিশেষ্য পদ]
-
এটি একটি সংস্কৃত শব্দ।
-
অর্থ:
-
পদ্ম
-
কমল
-
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দসমূহ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
'অনল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
আকাশ
B
পানি
C
সমুদ্র
D
আগুন
• 'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
আগুন, পাবক, বৈশ্বানর, সর্বশুচি, হুতাশন, বহ্নি, অনল প্রভৃতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 week ago
‘পতাকা’- এর সমার্থক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
কেতন
B
মার্গ
C
নলিন
D
ভাজন
পতাকা - ' এর সমার্থক শব্দ হলো ' কেতন'। এরুপ - ঝাণ্ডা, ধ্বজা, নিশান বৈজয়ন্তী।

0
Updated: 2 weeks ago