A
২৯ জুলাই, ২০২৪
B
৩০ জুলাই, ২০২৪
C
৩১ জুলাই, ২০২৪
D
১ আগস্ট, ২০২৪
উত্তরের বিবরণ
‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি:
-
বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল কোটা সংস্কার। আন্দোলনের সহিংসতায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি ঘটে।
-
আন্দোলন দমনের জন্য সাধারণ ছাত্র, আন্দোলনের সমন্বয়ক এবং বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গণগ্রেপ্তার চালানো হয়, যা সংবিধান বিরোধী এবং মানবাধিকারের লঙ্ঘন বলে দাবি করা হয়েছে।
-
এর প্রতিবাদে ছাত্ররা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে।
-
৩০ জুলাই ২০২৪ তারা কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।
-
৩১ জুলাই ২০২৪ তারা মার্চ ফর জাস্টিস কর্মসূচি কার্যকরভাবে পালন করে।
-
কর্মসূচি মূলত ৯ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত হয়।
উৎস: প্রথম আলো

0
Updated: 2 days ago
নিম্নের কোন স্লোগান নব্বইয়ের আন্দোলনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল?
Created: 2 days ago
A
শান্তি ও সমৃদ্ধি
B
একাত্তরের চেতনায় মুক্তি
C
স্বাধীনতা আমার অধিকার
D
স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন:
-
স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক অধিকার আন্দোলনের উজ্জ্বলতম অধ্যায় হলো নব্বইয়ের গণঅভ্যুত্থান।
-
১৯৮২ সালের ২৪ মার্চ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা দখল করে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেন।
-
ক্ষমতা দখলের পর থেকেই স্বৈরাচারবিরোধী আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
-
টানা ৯ বছর চলা আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা সর্বদলীয় ছাত্র ঐক্যের শক্তিশালী আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক এরশাদের পতন ঘটে।
-
ধারাবাহিক আন্দোলনের সময় ১৯৯০ সালের ১০ অক্টোবর শিক্ষার্থী জেহাদ পুলিশের গুলিতে নিহত হন।
উল্লেখযোগ্য:
-
আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১০ নভেম্বর একটি মিছিলে নূর হোসেন বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ লেখা স্লোগানসহ অংশ নেন।
-
১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন শহীদ হন।
উৎস: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)

0
Updated: 2 days ago
আইয়ুব খান কার নিকট ক্ষমতা হস্তান্তর করে?
Created: 2 days ago
A
ইয়াহিয়া খান
B
জুলফিকার আলী ভুট্টো
C
লিয়াকত আলী খান
D
মাওলানা ভাসানী
আইয়ুব খান:
-
আইয়ুব খান সামরিক শাসনের যাত্রা শুরু করার ২১ দিনের মাথায় ১৯৫৮ সালের ২৭ অক্টোবর ইস্কান্দর মির্জাকে পদচ্যুত করে নিজে প্রেসিডেন্ট পদ দখল করেন।
-
১৯৬৯ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তিনি জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।
-
ক্ষমতাদখলের পর আইয়ুব খান কঠোর হস্তে দুর্নীতি দমন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন।
-
১৯৫৯ সালে ‘পোডো’ (PODO) এবং ‘এবডো’ (EBDO) নামক দুটি আদেশ জারি করে রাজনৈতিক দলের কার্যকলাপ ও নির্বাচনে রাজনীতিবিদদের অংশগ্রহণ নিষিদ্ধ করেন।
-
১৯৫৯ সালে ‘মৌলিক গণতন্ত্র’ নামে নতুন রাজনৈতিক ব্যবস্থা চালু করেন। মৌলিক গণতন্ত্রে শাসন কাঠামোকে পাঁচটি স্তরে বিন্যস্ত করা হয়। ইউনিয়ন পরিষদ বা পৌরসভা ছিল সর্বনিম্ন স্তর এবং এর সদস্যদের বলা হতো ‘মৌলিক গণতন্ত্রী’।
-
১৯৬৫ সালে পরোক্ষ নির্বাচন ব্যবস্থায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। আগে নির্বাচিত ৮০ হাজার মৌলিক গণতন্ত্রী নির্বাচকমণ্ডলী হিসেবে কাজ করেন। এই নির্বাচনে বিরোধীদলীয় জোটের প্রার্থী ফাতেমা জিন্নাহকে পরাজিত করে আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হন।
-
আইয়ুব খানের আবিষ্কৃত মৌলিক গণতন্ত্রব্যবস্থা দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়নি এবং তাঁর স্বপ্ন সফল হয়নি।
-
১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আইয়ুব খানের পতন ঘটে এবং মৌলিক গণতন্ত্রব্যবস্থার অবসান হয়।
-
২৪ মার্চ ১৯৬৯ ফিল্ড মার্শাল আইয়ুব সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।
উৎস:
i) ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ii) প্রথম আলো

0
Updated: 2 days ago
জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র কোনটি?
Created: 2 days ago
A
হুলিয়া
B
ওরা ১১ জন
C
ধীরে বহে মেঘনা
D
স্টপ জেনোসাইড
Stop Genocide:
-
Stop Genocide মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র।
-
নির্মাণ করেন জহির রায়হান।
-
মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের মে/জুন মাসে প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
-
প্রামাণ্যচিত্রটি মূলত বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত স্টক ফুটেজ ও নিউজরিলের ছবির ওপর ভিত্তি করে তৈরি।
-
চলচ্চিত্র-নির্মাতা জহির রায়হান এই ছবির মাধ্যমে বিশ্বের মানুষকে বাংলাদেশে চলমান গণহত্যার খবর জানান।
-
ছবির শুরুতে লেনিনের একটি বক্তব্য দিয়ে বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তুলে ধরা হয়েছে।
-
২০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে বাংলাদেশের মানুষ, এর প্রকৃতি, পাকিস্তানি অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের দৃশ্য দেখানো হয়েছে।
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
-
হুলিয়া একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল।
-
ওরা ১১ জন মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র, পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।
-
১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক আলমগীর কবির।
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) প্রথম আলো

0
Updated: 2 days ago