সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের–
A
অর্থ পরিবর্তিত হয়
B
অর্থের অবনতি ঘটে
C
সৌন্দর্য হ্রাস পায়
D
সৌন্দর্য বৃদ্ধি পায়
উত্তরের বিবরণ
সমার্থক শব্দ হলো এমন শব্দ, যেগুলো প্রায় একই অর্থ বহন করে। লেখালেখি বা বক্তৃতায় একই শব্দ বারবার ব্যবহার করলে ভাষা একঘেয়ে হয়ে যায়।
কিন্তু সেখানে সমার্থক শব্দ ব্যবহার করলে ভাষা হয় সাবলীল, বৈচিত্র্যময় ও কাব্যিক। এতে বাক্যের অর্থ পরিবর্তিত হয় না, বরং ভাষার সৌন্দর্য বৃদ্ধি পায়।
👉 উদাহরণ:
-
"শান্তি চাই" → "নির্মলতা চাই"
-
"আনন্দ পেলাম" → "সুখ লাভ করলাম"
দুটো ক্ষেত্রেই অর্থ একই থাকছে, তবে সমার্থক শব্দ ব্যবহারের কারণে বাক্যের ভঙ্গি ও সৌন্দর্য বেড়ে গেছে।

0
Updated: 1 month ago
'বন' শব্দের সমার্থক শব্দ -
Created: 1 month ago
A
শিখরী
B
মহীরুহ
C
উৎপল
D
কান্তার
সমার্থক শব্দ (Synonyms)
-
‘বন’ এর সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী -
‘পদ্ম’ এর সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ -
‘বৃক্ষ’ এর সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
২৮) 'কান্তার' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
হাত
B
কন্যা
C
স্ত্রী
D
বন
যুক্তবর্ণ
সংজ্ঞা:
একাধিক বর্ণ একত্রিত হয়ে যে বর্ণ তৈরি হয়, তাকে যুক্তবর্ণ বলে। যুক্তবর্ণের বর্ণগুলোকে দেখে কখনো সহজে চিনা যায়, আবার কখনো সহজে চেনা যায় না।
প্রকারভেদ: স্বচ্ছ ও অস্বচ্ছ।
১. স্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ: ক্ট, জ্জ, জ্ব, ড্ড, ন্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, দ্ম, ষ্ঠ, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ব্দ ইত্যাদি।
২. অস্বচ্ছ যুক্তবর্ণ
উদাহরণ:
-
ক্ত (ক্ + ত), ক্ম (ক্ + ম), ক্র (ক্ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্ + ষ + ম), ক্স (ক্ + স)
-
গু (গ্ + উ), ন্ধ (গ্ + ধ), ঙ্ক (ঙ্ + ক)
-
জ্ঞ (জ্ + ঞ), ঞ্চ (ঞ্ + চ), ঞ্জ (ঞ্ + জ)
-
ট্র (ট্ + ট), ত্ত (ত্ + ত), ত্থ (ত্ + থ), ত্র (ত্ + ত্র)
-
দ্ধ (দ্ + ধ), ন্ধ (ন্ + ধ), ব্ধ (ব্ + ধ), ভ্র (ভ্ + র), ভ্রূ (ভ্ + র + ঊ)
-
রু (র্ + উ), রূ (র্ + ঊ), শু (শ্ + উ), ষ্ণ (ষ্ + ণ), হু (হ্ + উ), হ্ম (হ্ + ম)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 months ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 1 month ago
A
কেকী
B
শিখণ্ডী
C
উরগ
D
বর্হী
সমার্থক শব্দের উদাহরণ
১. ময়ূর
-
অর্থ: উজ্জ্বল ও সুন্দর পালকযুক্ত পাখি
-
সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
২. সাপ
-
অর্থ: বিষধর বা অ-বিষধর সরীসৃপ
-
সমার্থক শব্দ: আশীবিষ, উরগ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 1 month ago