A
happily
B
happiest
C
happier
D
happy
উত্তরের বিবরণ
• Correct Answer: happily
-
Complete Sentence: They lived happily in their cozy little cottage by the sea.
-
Bangla Meaning: তারা সমুদ্রের পাশে তাদের আরামদায়ক ছোট ঘরে সুখে থাকত।
-
এখানে lived একটি verb (past tense)।
-
যেহেতু এটি একটি verb, তাই এটি modify করার জন্য adverb দরকার।
-
happily হলো happy এর adverb form, যা verb lived কে বর্ণনা করছে।
Other Options:
-
Happy (Adjective): সুখী
-
Happier (Comparative Adjective): happy এর তুলনামূলক রূপ
-
Happiest (Superlative Adjective): happy এর সর্বাধিক রূপ
Source:
-
Merriam-Webster Dictionary
-
Accessible Dictionary

0
Updated: 2 days ago
Had I known about the marriage, I ____ enough money.
Created: 5 days ago
A
would take
B
take
C
took
D
would have taken
• Correct Answer: ঘ) would have taken.
• Complete sentence: Had I known about the marriage, I would have taken enough money.
-
Third conditional এর নিয়মানুযায়ী -- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।
-
Conditional sentence- এ Had + Sub + verb এর past participle form + Ext. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
-
তাই পরবর্তী clause এ would/could/might + have + verb এর past participle form + extension ব্যবহৃত হয়।
Examples:
-
Had I seen him, I would have told him the matter.
-
If I had studied harder, I would have passed the exam.
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

0
Updated: 5 days ago
He was completely absorbed _________ the movie and didn’t notice the time passing.
Created: 2 days ago
A
with
B
on
C
in
D
at
• Complete Sentence: He was completely absorbed in the movie and didn’t notice the time passing.
-
Bangla Meaning: সে পুরোপুরি সিনেমায় মনোযোগ দিয়ে ছিল এবং সময় কিভাবে কাটছে তা বুঝতে পারেনি।
• Absorbed (Adjective)
-
English Meaning: deeply interested or involved in something.
-
Bangla Meaning: পুরো মনোযোগ দিয়ে যুক্ত হওয়া বা নিমজ্জিত থাকা।
-
Usage Note: "নিমজ্জিত থাকা" বা "পুরো মনোযোগ দেওয়া" বোঝাতে absorbed শব্দের পরে সাধারণত preposition ‘in’ বসে।
• Example Sentences:
-
She was absorbed in reading the novel all afternoon.
-
Bangla Meaning: সে পুরো দুপুর novel পড়তে নিমজ্জিত ছিল।
-
-
They seemed absorbed in their conversation and didn’t hear me calling.
-
Bangla Meaning: তারা তাদের কথোপকথনে নিমজ্জিত ছিল এবং আমার ডাকার শব্দ শুনতে পায়নি।
-
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy

0
Updated: 2 days ago
The hill slopes down gradually to the valley below.
The underlined word is used here as a/an-
Created: 2 days ago
A
Adverb
B
Verb
C
Preposition
D
Adjective
• Complete Sentence: The hill slopes down gradually to the valley below.
• Explanation:
-
এখানে down হলো একটি adverb।
-
কারণ এটি slope (verb) কে modify করছে, অর্থাৎ পাহাড়টির ক্রিয়ার গতিপথ বা অবস্থান নির্দেশ করছে।
-
Down শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহার হতে পারে:
-
Adverb:
-
Example: Don't look down.
-
Bangla: নিচের দিকে তাকিও না।
-
-
Adjective:
-
Example: The window shades were down.
-
Bangla: জানালার পর্দাগুলো নামানো ছিল।
-
-
Preposition:
-
Example: She fell down the stairs.
-
Bangla: সে সিঁড়ি থেকে পড়ে গেল।
-
-
Verb:
-
Example: The storm downed power lines throughout the city.
-
Bangla: ঝড়ের কারণে শহরজুড়ে বিদ্যুতের লাইন পড়ে গেছে।
-
-
প্রশ্নে, পাহাড় নিচের দিকে নামছে, তাই adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।

0
Updated: 2 days ago